পাটকেলঘাটা প্রতিনিধি \ সাতক্ষীরার পাটকেলঘাটা থানার বাহাদুরপুর বাজারে পশুহাটের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) বিকালে পশুহাট কমিটির সভাপতি আব্দুল আলিম পলাশের সভাপতিত্বে ও শিক্ষক কামরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায়। বক্তব্য রাখেন, কুমিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ আজিজুর রহমান, কুমিরা বিট অফিসার এস আই লিটন মলিক, সহকারী অধ্যাপক শেখ আবু সাইদ, শেখ মনিরুজ্জামান মনি ও শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ফিতাকেঁটে ও পায়রা উড়িয়ে পশুহাটের শুভ সূচনা করেন এবং প্রথম ক্রেতা ও বিক্রেতাকে পুরুস্কৃত করেন।