সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বিষ্ণুপুর প্রান্তিক সংঘের উদ্যোগে সাত দিনব্যাপী পূজা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩

বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী’র আরাধনা উপলক্ষে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুরে দু’টি মন্ডপে প্রতিবারের ন্যায় এবারও ৭ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মনোরম প্যান্ডেল নির্মাণের পাশাপাশি বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে। বিষ্ণুপুর ফুটবল মাঠ এলাকায় ও পিকেএম মাধ্যমিক বিদ্যালয় চত্ত¡রে। বিষ্ণুপুর প্রান্তিক সংঘের সভাপতি শিবদাস বৈদ্য, সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক নির্মল কুমার গাইন, ও প্রভাষক বাবু গোপাল চন্দ্র মন্ডল জানান, উদ্যোগে সরস্বতী পূজায় এবার ৭ দিনব্যাপী অনুষ্ঠান হবে। গতকাল সকাল ১০ টা থেকে সরস্বতী পূজা ও সাড়ে ১০ টায় অঞ্জলী। বেলা সাড়ে ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রসাদ বিতরণ, সন্ধ্যা সাড়ে ৭ টায় সন্ধ্যা আরতী ও প্রতিমা প্রদর্শনী। শুক্রবার সন্ধ্যায় আরতী, ডিজিটাল আলোকসজ্জা ও প্রতিমা প্রদর্শনী। শনিবার সন্ধ্যায় আরতী, ডিজিটাল আলোকসজ্জা ও প্রতিমা প্রদর্শনী। রবিবার সন্ধ্যায় আরতী, ডিজিটাল আলোকসজ্জা ও প্রতিমা প্রদর্শনী। সোমবার বিষ্ণুপুর মদিনা নাট্য সংস্থার পরিবেশনায় অনুষ্ঠিত হবে সামাজিক নাটক ‘মৃত্যুর চোখে জল’। মঙ্গলবার চলচ্চিত্র শিল্পী এবং যশোর ও খুলনার শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বুধবার রাত ৮ টায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শেষ হবে। এদিকে প্রতি বছরের ন্যায় এবার প্রান্তিক সংঘ নৌকার উপর আকর্ষণীয় প্যান্ডেল র্নিমাণ করেছে বলে জানিয়েছেন সভাপতি ও সাধারণ সম্পাদক। এবং বিষ্ণুপুর স্কুল চত্ত্বরে বন্ধুমহল ক্লাবের উদ্যোগে শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষে ৭ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com