স্টাফ রিপোর্টার ঃ জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা-২০২২-২৩ বাস্তবায়নে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ নিজামুল কবীর ৬৮টি জেলা তথ্য অফিসার’কে নির্দেশনা প্রদান করেন। এ লক্ষ্যে গতকাল সময় সদর দপ্তর থেকে জুম এ্যাপসে ভিডিও কলে সংযুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ইয়াকুব আলী, পরিচালক (প্রচার ও সমন্বয়) হাসিনা আক্তার, পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মোঃ লিয়াকত হোসেন ভূঞা ও গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালকগণ বক্তব্য প্রদান করেন। জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা-২০২২-২৩ বাস্তবায়ন সংক্রান্ত কর্মশালায় বিভিন্ন বিষয়ে জেলা অফিসের ফিটব্যাক নেন নবযোগদানকৃত মহাপরিচালক মোঃ নিজামুল কবীর। তিনি তথ্য অফিসারদের উদ্দেশ্যে বলেন, রাস্ট্রীয় কাজে প্রত্যেকে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ তার সঠিক গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবে। উক্ত কর্মশালায় জেলা তথ্য অফিস, লালমনিরহাটের কর্মকর্তা মোঃ মামুনুর রশিদের লিখিত “স্বাচ্ছন্দ্যে শুদ্ধ বাংলা বলা ও লেখা” গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। কর্মশালায় ৮টি বিভাগের পরিচালক, উপপরিচালক ও তথ্য অফিসারগণ অংশগ্রহণ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম।