সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং এলসন কনজুমার পোডাক্টস লি: এর পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে গতকাল ইসিপিএল প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৩ এর খেলার সেতু বন্ধন ক্লাব বনাম সেবা বন্ধনের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় সেতু বন্ধন ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮টি উইকেট হারিয়ে ১৯২ রান করে। দলের আজিজুর ৫৫ ও পাভেল ৫৩ রান করে। প্রতিপক্ষের মাহাবুব, সুমন ও বাবু ২টি করে উইকেট লাভ করে। জবাবে সেবা সংঘ ব্যাট করতে নেমে ৪৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৪ রান করে। দলের হৃদয় ৫৬ ও হাসান ৫০ রান করে। প্রতিপক্ষের আশফাক ৩টি আজিজুর ও সজিব ২টি করে উইকেট লাভ করে। ফলে সেতু বন্ধন ক্লাব ১৮ রানে জয়লাভ করে। আজকের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় সেতু বন্ধন ক্লাবের শেখ আজিজুর রহমান। আজ টাউন স্পোর্টিং ক্লাব বনাম দক্ষিন পারুলিয়া স্পোর্টিং ক্লাবের মধ্যে খেলা সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। -প্রেস বিজ্ঞপ্তি