স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি উদ্বুদ্ধকরন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারী স্টুডেন্টস স্কিম সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বাস্তবায়নে জেলা শিল্পকলা একাডেমীতে উদ্বুদ্ধকরন কর্মশালায় সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা। এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের পুথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। সিলেবাসের বাইরে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। সে যত পড়বে সে তত জ্ঞান অর্জন করবে। শিক্ষকদের গুরুত্বের সাথে পাঠদান করাতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে শিক্ষিত জাতি গঠন করতে হবে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রকল্প মনিটরিং অফিসার মোঃ নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির নেতা আব্দুল জব্বার, সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ মমিনুল ইসলাম, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মমিনউদ্দিন, প্রকল্পের সহকারী ম্যানেজার মো: আমিনুল ইসলাম প্রমুখ। উদ্বুদ্ধকরন কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন টিম ম্যানেজার আবদুলাহ মুহাম্মাদ কুরাইশী।