বিশেষ প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার রতনপুর কাটুনিয়া রাজবাড়ী কলেজের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক হেমায়েত উদ্দিন মৃত্যুবরণ করেছেন। ইন্নালিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পারিবারিক সূত্রে জানাযায়, তিনি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় পার্শ্ববর্তী ভুরুলিয়া ইউনিয়নে জামাতার বাসায় অবস্থান করছিলেন গতকাল ৬ ফেব্র“য়ারি সোমবার বিকাল ৫টায় সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি পুত্র, কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। এশা নামাজ বাদ রাত ৮টায় তার নিজ গ্রাম দুলাবালা ঈদগা মাঠে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেত্রীবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষা অনুরাগী ব্যক্তিবর্গ, তার সহকর্মী শিক্ষক, তার হাতে গড়া শিক্ষার্থীবৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জানাজা নামাজ শেষে তার পারিবারিক কবর গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে কাটুনিয়া রাজবাড়ী কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেছেন। তার মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।