স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় রোজ গার্ডেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় গতকাল সকাল সাড়ে ৮টায় শহরের বীর মুক্তিযোদ্ধা দিলীপ কুমার দে সড়কে রোজ গার্ডেন স্কুলের ক্যাম্পাসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদদৌলা সাগর। তিনি বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন। এ সময় বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ও শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য শিশু শিক্ষায় রোজ গার্ডেন স্কুল অগ্রনী ভূমিকা পালন করবে। অভিভাবকদের সর্বদা বাচ্চাদের লেখা পড়ার খোঁজ খবর রাখতে হবে। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা খাদ্য কর্মকর্তা লাইলা আফরোজা ডালিয়া, সাতক্ষীরা ছফুরুন্নেছা মহিলা কলেজের প্রভাষক আলী রেজা মো: ইকবাল কবির বাবু, স্কুলের হেড ম্যাডাম মোসলেমা খাতুন লাভলী, ম্যাডাম নাছিমা খাতুন, ফাহমিদা আলম মৌ, কোহিনুর নাহার, রিপন হুসাইন, সকল অভিভাবক অভিভাবিকা বৃন্দ, ১৬টি ইভেন্টে খেলা পরিচালনা এবং সঞ্চালনায় ছিলেন অনুষ্ঠানের সভাপতি ও পরিচালক এম,এম আনোয়ার হোসেন।