কালিগঞ্জ প্রতিনিধিঃ দেশব্যাপি জামায়াত-শিবির ও বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেনের নির্দেশনায় গতকাল বেলা ১১টায় সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নেছার উদ্দিন খান ও সাধারণ সম্পাদক সোহেল রানা বাপ্পি নেতৃত্বে কলেজ ক্যাম্পাস থেকে একটি মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ গেটে এসে পথ সভা অনুষ্ঠিত হয়। এ সময় কলেজ ছাত্রলীগের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।