তারালী (কালিগঞ্জ) প্রতিনিধি ঃ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ উপজেলা পর্যায়ের খেলা সুষ্ঠভাবে সম্পন্ন লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টার কালিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান দোলনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান, ওমর ফারুক, নয়ন সাহ, একেএম মোস্তাফিজুর রহমান, প্রকাশ চন্দ্র মন্ডল, সহকারী শিক্ষক সমিতির সভাপতি ড্যামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম গোলাম রহমান, সাধারণ সম্পাদক বিশ্বনাথ অধিকারী শীলন, সিনিয়র সহ-সভাপতি শাহীনা আখতার সহকারী শিক্ষক আমীর হোসেন মিঠু, আনিচুর রহমান মিঠু, আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিকাল ৩ টায় প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, ফেরদাউস আলম, শহিদুল ইসলাম, শাহেদ নেওয়াজসহ নেতৃস্থানীয় প্রধান শিক্ষকদের নিয়ে অনুরূপ আরেকটি সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৫ এবং ১৬ ফেব্র“য়ারী কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই দিন ব্যাপী কালিগঞ্জ উপজেলা পর্য়াযের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহন করা হয়।।