স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল কালাম, সাধারণ সম্পাদক দৈনিক হৃদয় বার্তা পত্রিকার সম্পাদক জি এম মোশাররফ হোসেন, সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর সভাপতি ও দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি এস এম মহিদার রহমান, সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দীন, যুগ্ন সাধারণ সম্পাদক এস এম শাহনেওয়াজ রনি, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুজ্জামান মুকুল, অর্থ সম্পাদক শেখ হাসান গফুর, দপ্তর সম্পাদক এম ইদ্রিস আলী, সহ দপ্তর সম্পাদক শেখ ইলিয়াছ হোসেন, আইন বিষয়ক সম্পাদক , এ্যাডঃ এবিএম সেলিম, স্বাস্থ্য ও শিক্ষা সম্পাদক রাকিবুল ইসলাম, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক শরিফুল ইসলাম জুয়েল, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ মোশাররফ হোসেন, নির্বাহী সদস্য শেখ আহসানুর রহমান রাজিব, সাধারণ সদস্য মোঃ ফখরুল ইসলাম রিপন, মোহাম্মদ আবু সাঈদ, সাইফুল আজম খান মামুন, আব্দুস সালাম, মোহাম্মদ আলম, মোঃ লালটু হোসেন, হাফিজুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সভায় সকল সদস্যের উপস্থিতিতে সংগঠনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের নতুন সদস্য সংগ্রহ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন, বনভোজন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়। সর্বসম্মতিক্রমে আগামী ২১ ফেব্র“য়ারি সুন্দরবনের কলাগাছি পিকনিক স্পটে সংগঠনের সকল সদস্যদের নিয়ে পিকনিক করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সাথে আগামী দিনে কমিটি পরিচালনার জন্য সাংগঠনিক মিটিং আলোচনা প্রস্তাব করা হয়।