শুক্রবার, ১৬ মে ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিএসএফের রেখে যাওয়া ৭৫ জনকে পরিবারের কাছে হস্তান্তর দেবহাটা বিএনপির সদস্য নবায়ন উদ্বোধনী আয়োজনে জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত কলারোয়ায যুবদল নেতার ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ মুন্সীগঞ্জে তাপদাহে পানি ও খাবার স্যালাইন বিতরণ শ্রীউলায় ইউনিয়ন পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ সফল করতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ভাড়াশিমলায় ২৫০ প্রান্তিক কৃষানের মধ্যে সবজির বীজ বিতরণ খুলনার সাবেক মহিলা কাউন্সিলর গ্রেফতার বসন্তপুর ফকিরপাড়া জামে মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল

সাতক্ষীরায় এইচএসসি সমমান পরীক্ষার ফল প্রকাশ \ পাশের হার ৯৮%

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

মীর আবু বকর \ সারাদেশের ন্যায় সাতক্ষীরায় সাধারন শিক্ষা বোর্ডের অধিন এইচএসসি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে আলিম ও কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে বিএমএ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। জানাগেছে, কোভিট-১৯ নোভেল করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্ব দিশেহারা হয়ে পড়েছিল। বাংলাদেশ করোনার ভয়াল থাবায় থমকে গিয়েছিল শিক্ষা কার্যক্রম। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য এমত অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান প্রায় বন্ধ ছিল। শিক্ষার্থীরা মন দিয়ে পড়াশুনা করতে পারেনি। শিক্ষা বোর্ড এইচএসসি সমমানের পরীক্ষা গ্রহনের সিদ্ধান্ত করেও বারবার পিছিয়ে দিতে বাধ্য হয়। তবে সব জলপনা অবসান ঘটিয়ে গত ২৬ নভেম্বর ২০২২ সালে শিক্ষা বোর্ড পরীক্ষা গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করেন। তবে পরীক্ষা সময় ও নাম্বার কমিয়ে দেওয়া হয়। এরমধ্যে দুটি আবশ্যিক, নৈবাচনিক ৬ পত্র ও ৪র্থ বিষয়ক পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরায় ও সরকারী নির্দেশনা অনুযায়ী পরীক্ষা হয়েছিল। সারাদেশের সাথে সঙ্গিত রেখে সাতক্ষীরা ফল প্রকাশিত হয়েছে। সাতক্ষীরা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সরকারী মহিলা কলেজে : মহিলা কলেজে মোট পরীক্ষার্থী ৫৪৪ জন এর মধ্যে (অ+) ৬৫, (অ) ২১২, (অ-) ১০৯, ই ৫০, প ৫ জন। পাশের হার ৮১ঃ০৬ %। সাতক্ষীরা সিটি কলেজ ঃ এ কলেজে মোট পরীক্ষার্থী ৩৫০ জন, এর মধ্যে অ+ ১১, অ ৫৩, অ- ৬৬, ই+ ঈ ৮৪, পাশের হার ৭২%। সাতক্ষীরা সীমান্ত আদর্শ কলেজ মাহমুদ পুরঃ এ কলেজে মোট পরীক্ষার্থী ৩২৭ জন এর মধ্যে (অ+) ৫৭, (অ) ১০৯, (অ-) ৬০, (ই) ৩৩ জন। পাশের হার ৭৯.২০%। সাতক্ষীরা ভালুকা চাঁদপুর আদর্শ কলেজ ঃ এ কলেজে মোট পরীক্ষার্থী ২৬০ জন এর মধ্যে (অ+) ৭০ জন, পাশের হার ৯৬.৯০%। এবার ফলাফলের শীর্ষে এই প্রতিষ্ঠান টি। সদরের ঝাউডাঙ্গা কলেজঃ এ কলেজে পরীক্ষায় অংশ গ্রহন করে ৪০৬ জন। (অ+) ৫৯ জন, পাশের হার ৮৭%। বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজ ঃ এ কলেজে মোট পরীক্ষার্থী ৫৮ জন এর মধ্যে কৃতকার্য হয়েছে ৫২ জন, এরা হলো (অ+) ৭, অ ২৮, অ- ৯, ই ৮, পাশের হার ৮৯.৬৬%। সাতক্ষীরা দিবানৈশ কলেজ ঃ এ কলেজে মোট পরীক্ষার্থী ২৬৭ জন এর মধ্যে অ+ ১৩, অ ৫১, অ- ৫৩, ই ৫০, ঈ ২১। সাতক্ষীরা সরকারী কলেজ : এ কলেজে মোট পরীক্ষার্থী ১১০৪ অ+ ৪৬০, বিভিন্ন গ্রেডে কৃতকার্য ১০১৭ জন পাশের হার ৯৩%। বড়দল আবতাবউদ্দীন কলেজ ঃ এ কলেজে মোট পরীক্ষার্থী ২০৪ জন এর মধ্যে অ+ ৩১, অ ১৫২, অ- ১৫, ই ৩ জন। সাতক্ষীরা খানপুর ছিদ্দিকীয়া আলিম মাদ্রাসা ঃ অত্র মাদ্রাসায় মোট পরীক্ষার্থী ৩৯ জন এর মধ্যে অ+ ৫, অ ২২, অ- ৯, ই ৩ জন পাশের হার শতভাগ। সাতক্ষীরা কলেজ অব বিজনেস এন্ড টেকনিক্যাল এডুকেশন : এইচএসসি (বিএমটি) পাশের হার ৯৬.৬৭ অ+ ৭, অবশিষ্ট শিক্ষার্থী এ গ্রেড অর্জন করেছে। সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষার ফলাফলের বিষয়ে জানতে চাইলে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অজিত কুমার দৈনিক দৃষ্টিপাতকে জানান সাতক্ষীরা পরীক্ষার ফলাফল সন্তোষ জনক। জেলায় পাশের হার ৯৮.৯৭%। যশোর বোর্ডের মধ্যে আমরা দ্বিতীয় স্থানে আছি। এসএসসিতে প্রথম স্থানে ছিলাম। সাতক্ষীরা জেলায় এমন ফলাফলের ধারা অব্যাহত রাখতে সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com