স্টাফ রিপোর্টার ঃ জামিনে মুক্তি পেলেন সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী। গতকাল বেলা ১১টায় সাতক্ষীরা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আবদুল আলিম আল রাজী তাকে জামিন দেন। জানাগেছে, পৌর মেয়র সদর থানার একটি নাশকতা মামলা উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহ জামিন গ্রহন করেন। পরবর্তীতে গত ২৪ জানুয়ারি নিন্ম আদালতে হাজির হয়ে পৌর মেয়রের জামিন প্রার্থনা করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গতকাল সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে জামিন প্রার্থনা করলে জামিন মঞ্জুর করেন আদালত। সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগার থেকে মুক্তি পান।