এফএনএস স্পোর্টস: দেশের মাটিতে ভারতের বিপক্ষে ওয়ানডে আর টেস্ট সিরিজে ছিলেন না বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তখন থেকেই জল্পনা শুরু হয়, তাকে আর এই পদে দেখা যাবে তো? দিন কয়েক আগে সুজন মিরপুরে সাংবাদিকদের বলেছিলেন, বিসিবি তাকে ডাকলে তিনি যাবেন। না হলে নয়। তবে এবার জানা গেল, আসন্ন ইংল্যান্ড সিরিজে পুরনো দায়িত্বে ফিরছেন খালেদ মাহমুদ সুজন। গতকাল শনিবার সুজনের প্রত্যাবর্তনের খবরটি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তিনি আরো জানিয়েছেন, ইতোমধ্যে প্রধান কোচ চন্দিকা হাথুরাসিংহের সঙ্গে ইংল্যান্ড সিরিজ নিয়ে পরিকল্পনা শুরু করেছেন সুজন। দুই-এক দিনের মধ্যেই এ সিরিজের দল ঘোষণা করা হবে। আগামী ১ মার্চ থেকে শুরু হবে সিরিজ। এর আগে বাংলাদেশ কোনো প্রস্তুতি ক্যাম্প করবে না। ২৪ অথবা ২৫ তারিখ একটা প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। ইংল্যান্ড সিরিজ দিয়েই নতুন বছরে বাংলাদেশের ব্যস্ত সূচি শুরু হয়ে যাবে। এর পরই তিন সংস্করণের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড। সেই সিরিজ শেষ হলে বাংলাদেশ যাবে আয়ারল্যান্ড সফরে। ঠিক আয়ারল্যান্ড সফর না, কারণ আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে ৫০ ওভারের সিরিজটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের মাটিতে। ওই সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা থাকলেও তা অনিশ্চিত বলে জানিয়েছেন জালাল ইউনুস। কারণ আয়ারল্যান্ড ভেন্যু ঠিক করে উঠতে পারেনি।