এফএনএস স্পোর্টস: কাতার বিশ্বকাপ ফাইনালের পর কিলিয়ান এমবাপেকে উদ্দেশ্য করে এমিলিয়ানো মার্তিনেস যেসব বিতর্কিত কাÐ ঘটিয়েছেন, তাতে তার মুখে এমবাপের প্রশংসা অনেকের কাছে একটু বেমানানই লাগার কথা। তবে গণমাধ্যমে যেসব ঘটনা যেভাবে এসেছে, তা ঠিক নয় বলে দাবি করেছেন আর্জেন্টাইন গোলরক্ষক। বরং ফরাসি ফরোয়ার্ডের ফুটবল প্রতিভা ও সামর্থ্যে মুগ্ধ তিনি। কাতারে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়কদের একজন মার্তিনেস বললেন, তার বিশ্বাস ভবিষ্যতে অনেক ব্যালন দ’অর জিতবেন এমবাপে। গত বিশ্বকাপে সেরা ছন্দে ছিলেন দুই পিএসজি সতীর্থ লিওনেল মেসি ও এমবাপে। দুজনের লড়াইয়ে শেষ হাসি হেসেছেন রেকর্ড সাতবারের ব্যালন দ’অর জয়ী; ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। গত ডিসেম্বরে লুসাইলের ফাইনালে নিজের ফুটবলীয় সামর্থ্যরে সবটুকু তুলে ধরেন এমবাপে। ২-০ গোলে পিছিয়ে পড়ে ফ্রান্স যখন কোণঠাসা, তখন একক নৈপুণ্যে দলকে লড়াইয়ে ফেরান তিনি। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচেও করেন একটি গোল। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ৩-৩ সমতার পর টাইব্রেকারেও ঠিকানা খুঁজে নেন তিনি। শেষ পর্যন্ত যদিও শেষ হাসি হাসতে পারেনি ফরাসিরা। এমবাপেদের টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়বঞ্চিত করতে অগ্রণী ভ‚মিকা রাখেন মার্তিনেস। অতিরিক্ত সময়ের শেষ সময়ে অবিশ্বাস্য সেভের পর টাইব্রেকারে ফ্রান্সের একটি শট আটকে দেন তিনি। তবে ফাইনালে পর উদযাপনে, বিশেষ করে এমবাপেকে উদ্দেশ্য করে অঙ্গভঙ্গির কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন মার্তিনেস। খেলোয়াড় হিসেবে এই ফরোয়ার্ডকে অবশ্য ভীষণ শ্রদ্ধার চোখেই দেখেন বলে দাবি অ্যাস্টন ভিলার গোলরক্ষক মার্তিনেসের। আর্জেন্টাইন ক্রীড়া পত্রিকা ওলেকে গত শুক্রবার দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন মার্তিনেস। “ম্যাচের পরে আমি তাকে বলেছিলাম যে, সে নিজেকে নিয়ে গর্বিত হতে পারে এবং মাথা উঁচু রাখতে পারে। কারণ সে একটি দুর্দান্ত ম্যাচ খেলেছিল এবং বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন ছিল।” “আমি তাকে আরও বলেছিলাম, তার বিপক্ষে খেলতে পারা সম্মানের, সে প্রায় একাই ফাইনালে (ফ্রান্সকে) জিতিয়ে দিচ্ছিল। সে অসাধারণ এক প্রতিভা। আমি তার মুখোমুখি হয়েই বুঝতে পেরেছিলাম যে, সবার চেয়ে আলাদা সে। লিও (লিওনেল মেসি) ফুটবল ছাড়ার পর সে অনেক ব্যালন দ’অর জিতবে।” ২০২২ সালের ‘দা বেস্ট ফিফা মেন’স প্লেয়ার অ্যাওয়ার্ড’-এর তিন জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন এমবাপে ও মেসি। সেরার লড়াইয়ে তাদের আরেক প্রতিদ্ব›দ্বী রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেনজেমা। আগামী ২৭ ফেব্রæয়ারি ঘোষণা করা হবে বিজয়ীর নাম।