এফএনএস বিদেশ : ইন্দোনেশিয়ার তালাউদ দ্বীপপুঞ্জের কাছে গতকাল শনিবার ছয় মাত্রার একটি ভ‚মিকম্প আঘাত হেনেছে। দেশটির ভ‚প্রকৃতিবিদ্যা সংস্থা বিএমকেজি টুইটারের মাধ্যমে এ তথ্য জানিয়েছে। ভ‚মিকম্পটির গভীরতা ১১ কিলোমিটার ছিল বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে এই ভ‚মিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ছাড়া এই ভ‚মিকম্পের ফলে সুনামির কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছে সংস্থাটি। এর আগে গত বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ পাপুয়া একটি ভ‚মিকম্পে কেঁপে ওঠে। ওই দিন একটি ভাসমান রেস্তোঁরা সাগরে ধসে পড়লে পালাতে অক্ষম চারজন নিহত হয়। ইন্দোনেশিয়া একটি বিস্তীর্ণ দ্বীপপুঞ্জ। সেখানে ২৭০ মিলিয়নেরও বেশি লোকের বাসস্থান। প্রশান্ত মহাসাগরীয় বেসিনের চারপাশে সিসমিক ফল্টের একটি আর্ক ‘রিং অব ফায়ার’-এর অবস্থানের কারণে প্রায়শই দেশটিতে ভ‚মিকম্প আঘাত হানে এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়। ২১ নভেম্বর দেশটির পশ্চিম জাভায় ৫ দশমিক ৬ মাত্রার ভ‚মিকম্পে কমপক্ষে ৩৩১ জন মারা যায়। এটি ২০১৮ সালে সুলাওয়েসিতে ভ‚মিকম্প এবং সুনামিতে প্রায় চার হাজার ৩৪০ জন নিহত হওয়ার পর দেশটির সবচেয়ে মারাত্মক ঘটনা ছিল। ২০০৪ সালে ভারত মহাসাগরে একটি অত্যন্ত শক্তিশালী ভ‚মিকম্পের পর সুনামি শুরু হয়েছিল। সেই সময় অনেকগুলো দেশের দুই লাখ ৩০ হাজার জনেরও বেশি লোক মারা গিয়েছিল। তবে তাদের বেশির ভাগই ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের ছিল। সূত্র : দ্য স্টার