কালিগঞ্জ প্রতিনিধিঃ “মুক্ত করো ভয়, দুরুহ কাজে নিজেরি দিয়ো কঠিন পরিচয়” এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ সম্মিিলত সামাজিক আন্দোলন উপজেলা শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রথম কালিগঞ্জ উপজেলার সম্মেলন উদ্বোধন করেন সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা সভাপতি শরীফুলাহ কায়সার সুমন। সাংবাদিক সুকামার দাশ বাচ্চু ও আশেক মেহেদীর পরিচালনায় এবং অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ডাঃ বাহারুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটি খুলনা জেলা কমিটির সভাপতি এ্যাডঃ প্রসেনজিৎ দত্ত, খুলনা ল কলেজের প্রভাষক মৃতুঞ্জয় কুমার সরকার, সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক রাসেদ হোসেন, সদস্য মীর্জা সুলতানা, ডিআরএম, কলেজের অধ্যক্ষ শেখ আবুল বাশার, সাকেব চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, গাজী জাহাঙ্গীর কবির, শামসুল হুদা কবীর খোকন, এ্যাডঃ হাবিব ফেরদৌস শিমুল, প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, ইলাদেবী মলিক প্রমুখ। আলোচনা সভা শেষে সকলের সম্মতিক্রমে ৩৭ সদস্য বিশিষ্ট উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।