বিশেষ প্রতিনিধি/বুধহাটা প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। বুধহাটা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবীণ আওয়ামীলীগ নেতা ও সাবেক এমপি আলহাজ্ব ডাঃ এসএম মোখলেছুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি ও খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এসএম শাহনেওয়াজ ডালিম। যুবলীগ নেতা প্রভাষ কুমার চুটু এর সঞ্চালনায় এসময় বীরমুক্তিযোদ্ধা আব্দুল গফুর, অবসারপ্রাপ্ত প্রধান শিক্ষক চিত্তরঞ্জন ঘোষ, আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান জুলু, সাবেক ইউপি সদস্য আব্দুল করিম ঢালী, শিক্ষক হুমায়ুন কবির রানা, ব্যবসায়ী আব্দুস সাত্তার, মাওলানা আব্দুল ওহাব, মাওলনা আব্দুর রাজ্জাকসহ শিক্ষক, ডাক্তার, ইমাম, পুরোহিত, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও ইউনিয়নের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, নবনির্বাচিত মহিলা মেম্বর বিউটি খাতুন, দোলন খাতুন, মমতাজ বেগম, নবনির্বাচিত মেম্বর মোজাম্মেল হক, আলহাজ্ব শফিউল ইসলাম, আব্দুর রব, রবিউল ইসলাম, এসএম ফিরোজ আহম্মেদ, শীষ মোহাম্মদ জেরী, আলতাফ হোসেন ও মতিয়ার রহমানকে সংবর্ধনা প্রদানের মাধ্যমে পরিষদে বরণ করে নেওয়া হয়। সবশেষে মাওলানা আব্দুর রাজ্জাক এর পরিচালনায় দেশ ও জাতির কল্যাণে দোয়া এবং বিশেষ মোনাজাত করা হয়।