স্টাফ রিপোর্টার ঃ তালায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১২টার দিকে উপজেলার মাগুরা বাজারের একটি দোকানের পেছনের সিঁড়িঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। আটকরা হলেন- উপজেলার মাগুরা এলাকার ঝরনা খাতুন (৩৫) ও মোঃ আল-আমিন (২৮)। স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে মাগুরা বাজারের একটি লেদের দোকানের পেছনের সিঁড়ি ঘরে নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে থানায় জানানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ জানান, উদ্ধার হওয়া নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ঝরনা ও আল-আমিন নামে দু’জনকে থানায় নিয়ে আসা হয়েছে।