সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং এলসন কনজুমার পোডাক্টস লি: এর পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে আজ ইসিপিএল প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৩ এর ১ম সেমি ফাইনালের খেলা গতকাল টাউন স্পোর্টিং ক্লাব বনাম এরিয়ান্স ক্লাব এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় টাউন স্পোর্টিং ক্লাব টসে জিতে ফিল্টিং এর সিদ্ধান্ত নেয়। এরিয়ান্স ক্লাব ব্যাট করতে নেমে ৪৬.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৫ রান করে। দলের নিশিত সর্বোচ্চ ৪৩, রায়হান ও বলরাম ৩৯ রান করে। প্রতিপক্ষের মৃত্যুঞ্জয় ৩টি, সালমান ও সোহেল ২টি করে উইকেট লাভ করে। জবাবে টাউন স্পোর্টিং ক্লাব ব্যাট করতে নেমে ৪৫.২ ওভারে ৬টি উইকেট হারিয়ে ২০৭ রান করে। দলের আসিফ ৬২ ও হাসান ৪৫ রান করে। প্রতিপক্ষের রানা ২টি উইকেট লাভ করে। ফলে টাউন স্পোর্টিং ক্লাব ৪ উইকেটে জয়লাভ করে ফাইনাল খেলার গৌরব অর্জন করে। আজকের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় টাউন স্পোর্টিং ক্লাবের সৈয়দ নেওয়াজ শরীফ আসিফ। আগামী ১৩ ফেব্র“য়ারী তারিখে ২য় সেমিফাইনাল খেলা উইনাইটেড ক্লাব বনাম গণমুখী সংঘের মধ্যে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।