রফিকুল ইসলাম \ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার খানবাহাদুর আহছান উলা জুনিয়র হাইস্কুল দীর্ঘ দিনের ধারাবাহিক সাফল্য অব্যাহত রেখেছে। এবারের (২০২৩) সালের ক্যাডেট ভর্তি পরীক্ষায় দুই শিক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দুই শিক্ষার্থী হলো প্রিয়ন্ত রক্ষিত ও জারীর কায়সান রাফিদ। ক্যাডেট ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে বিদ্যাপিটটি বিশেষ ভাবে নিজেকে প্রতিষ্ঠিত ও পরিচিত করেছে। দূরদুরান্ত হতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে পড়ালেখা বিশেষ করে ক্যাডেট পরীক্ষার উপযোগী হতে ভর্তি হচ্ছে।