মাছুদুর জামান সুমন \ সাতক্ষীরায় মাসজিদে কুবা কমপ্লেক্স পরিদর্শন করলেন বাস্তবায়ন পরিবীক্ষন ও মূল্যায়ন বিভাগ (আইএমডি) এর সচিব আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। গতকাল বাদ আছর মাসজিদে কুবায় প্রবেশ করলে কুবার সভাপতি জিএম নূর ইসলাম, সাধারন সম্পাদক আব্দুর রশিদ সহ কমিটির অপরাপর সদস্যরা সচিব আবুল কাশেম মো: মহিউদ্দিনকে স্বাগত জানান। বাস্তবায়ন পরিবীক্ষন ও মূল্যায়ন বিভাগের সচিব আবুল কাশেম মো: মহিউদ্দিন মাসজিদে কুবা কমপ্লেক্সটি ঘুরে ঘুরে দেখেন। এ সময় তিনি বলেন, মাসজিদে কুবা কমপ্লেক্সটি একটি নান্দনিক মসজিদ। এই মসজিদটি আধুনিক কারুকার্যে নির্মিত। মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। দানের ক্ষেত্রে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মসজিদটি অনেক দূর এগিয়ে যাবে। আপনারা বেশি বেশি দান করুন অন্যকে দানের ব্যাপারে উৎসাহিত করুন। তিনি আরোও বলেন, মাসজিদে কুবা কমপ্লেক্সে যে সেবামূলক কর্মকান্ড পরিচালিত হচ্ছে নিঃসন্দেহে এটি অবশ্যই প্রসংশনীয়। আপনারা বাচ্চাদেরকে সাধারন শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় উৎসাহিত করুন। মাসজিদে কুবা কমপ্লেক্সের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, কুবার সভাপতি ও দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম, এনডিসি বাপ্পী দত্ত রনি, প্রেসক্লাব সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, কুবার সাধারন সম্পাদক আব্দুল রশিদ, কোষাধ্যক্ষ আব্দুল করিম, সমাজসেবা সম্পাদক শেখ আবু জাফর, সদস্য শফিকুল মোল্যা, শাহাদাত হোসেন, আনিছুর রহমান, ইমাম হাফেজ মাওলানা মুফতি মো: সাইফুল ইসলাম প্রমুখ।