স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় নবীনবরন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় বালিকা উচ্চ বিদ্যালয় চত্ত¡রে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুলাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি বলেন, সাতক্ষীরা সরকারী বালিকা বিদ্যালয় জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এখানের শিক্ষার্থীরা সকল বোর্ড পরিক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য এনেছেন। তারা শুধু লেখাপড়ায় ভাল নয় ক্রীড়াঅঙ্গনে তাদের ভূমিকা প্রশংসনীয়। পরীক্ষায় ভাল ফলাফল ও ক্রীড়া ক্ষেত্রে সদস্যার জন্য শিক্ষকদের অবদান বেশি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক পতœী জেসমিন জাহান, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, সহকারী কমিশনার ভূমি সুমনা আইরিন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক উম্মে হাবিবা, সনিয়া খাতুন, রবিউল তুহিন, আছাদুজ্জামান, বাবলু স্বর্ণকর, পরে একই স্থানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ী সকল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথি বৃন্দ। এসময় বিদ্যালয়ে সকল শিক্ষার্থী শিক্ষক, অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক আনিছুর রহমান।