স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ওয়ান শুটারগানসহ ১ জন কে আটক করা হয়েছে। সে সদর উপজেলার বৈকারি সরদারপাড়া এলাকার ওয়াজেদ আলী গাজীর পুত্র বাপ্পী গাজী ওরফে আব্দুল্লাহ্(২৮)। পুলিশ সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ১১ টায় অস্ত্র কেনাবেচার খবর পেয়ে পুলিশের একটি টিম বৈকারি ইউনিয়নে অভিযান চালিয়ে একটি দেশী তৈরী পিস্তল (ওয়ান শ্যুটার গান) অস্ত্র সহ বাপ্পী গাজী কে হাতেনাতে আটক করে। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা পূর্বক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর হয়েছে। সাতক্ষীরা সদর থানার (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান এই তথ্য নিশ্চিত করেছেন।