রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন

‘টি-টোয়েন্টির এই দলটাই সেরা’

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১২ মার্চ, ২০২৩

এফএনএস স্পোর্টস: ওয়ানডেতে বাংলাদেশ যতটা শক্তিশালী, টি-টোয়েন্টিতে ঠিক যেন তার উল্টা। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের সঙ্গে এখনও যেন নিজেদের মানিয়ে নিতে পারেনি টাইগাররা। ম্যানেজমেন্ট, কোচ, অধিনায়ক, ক্রিকেটার বা খেলার ধরণ, সবকিছু বদলেও যেন সাফল্য অধরাই ছিলো মারকাটারি এই ফরম্যাটে। তবে ইংল্যান্ডের বিপক্ষে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সাকিব আল হাসানের দল শুরুটা করেছে দুর্দান্ত। চট্টগ্রামের মাটিতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ওয়ানডেতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে টিম টাইগার্স। টি-টোয়েন্টিতে বাংলাদেশকে যেন নতুনরূপে দেখা গেছে এই ম্যাচ দিয়ে। চট্টগ্রাম পর্ব শেষ করে দুই দল ফিরেছে ঢাকায়। মিরপুরের হোম অব ক্রিকেটে সিরিজের শেষ দুই ম্যাচ। আজ রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে শনিবার (১১ মার্চ) সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ দলের তরুণ পেসার আর প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিং করা হাসান মাহমুদ। সেখানেই এই পেসার বলেন, ‘এই মুহূর্তে আমরা যেই দলটা খেলছি, সেটা টি-টোয়েন্টিতে আমাদের অন্যতম সেরা। মোমেন্টাম ধরে রেখে মিরপুরেও জিততে চাই।’ দ্বিত্যীয় ম্যাচেও ইংল্যান্ডকে হারাতে চায় বাংলাদেশ জানিয়ে হাসান মাহমুদ বলেন, ‘আমি মনে করি খেলা যেহেতু মিরপুরে সেহেতু ভালো উইকেটই হবে। আমরা ওদের প্রথম ম্যাচে হারিয়েছি, চেষ্টা থাকবে মোমেন্টাম ধরে রাখার।’ প্রথম ম্যাচে ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করা এই তরুণ পেসার ডেথ ওভারে বোলিং করা নিয়ে বলেন, ‘অবশ্যই যেই বলে ডট পাওয়া যাবে সেই বলটাই করার চেষ্টা করি। টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানরা সব বল মারতে চায়, তাই লক্ষ্য থাকে ডট বল করার। আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, ডেথ ওভারে বল করাটা ভীষণ উপভোগ করি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com