এফএনএস স্পোর্টস: প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) তারকা ফুটবলার নেইমারের ডান পায়ের গোড়ালির অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। গত শুক্রবার পিএসজি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এই তথ্য জানায়। দোহার এসপেতার হাসপাতালে পিটার ডি’হগে, জেমস কেলডার এবং ডা. রদ্রিগো লাসমারের তত্ত¡াবধানে নেইমারের অস্ত্রোপাচার সম্পন্ন হয়। বর্তমান বিশ্রামে থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে নেইমারকে। গত ১৯ ফেব্রæয়ারি লিগ ওয়ানের ম্যাচে লিলির বিপক্ষে মাঠে নেমে মারাত্মক আঘাত পান পিএসজির এই স্ট্রাইকার। ৪-৩ গোলে জয় পাওয়া সেই ম্যাচে এক গোল ও এক অ্যাসিস্ট করেছিলেন নেইমার। ম্যাচের দ্বিতীয়ার্ধের লিলির ফুটবলারের সঙ্গে সংঘর্ষ হয় নেইমারের। মাঠে প্রাথমিক চিকিৎসা শেষে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন নেইমার। ইনজুরিতে পড়লেও নিজের মনোবল হারাননি নেইমার। স¤প্রতি নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে নেইমার লিখেছিলেন, ‘আরও শক্তিশালী হয়ে ফিরব।’