শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি \ অস্বস্তিতে ক্রেতারা আমদানীতে বেশি বেশি অংশগ্রহণ জরুরী \ কৃত্রিম সংকট সৃষ্টি রোধে মনিটরিং জরুরী কুলিয়া ও সখিপুর ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত সখিপুরে চাল শ্রমিক আজিজুলের মৃত্যু সাতক্ষীরায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী শ্যামনগরে কারিতাসের উদ্ভাবিত জুটিনসীট ঘর উদ্বোধন ও হস্তান্তর তালায় তারুণ্যের উৎসব উপলক্ষে দ্বিতীয় দিনের ক্রিকেট ওফুটবল খেলা অনুষ্ঠিত সাতক্ষীরা টেকনিক্যাল স্কুলে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সাতক্ষীরায় চিংড়ি চাষের পুকুর প্রস্তুতি কর্মশালা দায়িত্বশীল ও কর্মী শিক্ষা শিবির সভা অনুষ্ঠিত নলতা শরীফে ৬১তম বার্ষিকী পবিত্র ওরছ শরীফ আগামী ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারী

একা পর্বতারোহণে নেপালের নিষেধাজ্ঞা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

এফএনএস: পর্বতারোহণের জন্য আরোহীদের কাছে অন্যতম প্রিয় দেশ নেপাল। তবে দেশটির কোনো পর্বতে আর একা একা আরোহণ করতে পারবেন না কেউ। এভারেস্টে একা আরোহণে নিষেধাজ্ঞা আরোপের পাঁচ বছর পর যেকোনও পর্বতে একা আরোহণে নতুন করে এই নিষেধাজ্ঞা জারি করলো দেশটির সরকার। বিশ্বের উচ্চতম আটটি পর্বতের দেশ নেপাল। শুধু উঁচু ঊঁচু পর্বতই নয়, পর্বতগুলোতে আরোহণের সময় দেখা মেলে নয়নাভিরাম গ্রামীণ দৃশ্যের। একা পর্বোতারোহণ করতে ভালোবাসেন অনেকেই। তবে দেশটির প্রত্যন্ত অঞ্চলের পাহাড়গুলোতে আর একা ট্র্যাকিং করা যাবে না, যেতে হবে দলবল নিয়ে অথবা সঙ্গে রাখতে হবে সরকারি লাইসেন্সপ্রাপ্ত কোনো গাইডকে। দেশটির অন্যতম বৃহৎ আয়ের উৎস এই ট্র্যাকিং শিল্প। নেপাল পর্যটন বোর্ডের পরিচালক মানি র. লামিচানে বলেন, ‘একা ভ্রমণ করলে বিপদের সময় সাহায্য করার মতো কেউ থাকে না। যখন কোনো পর্যটকের খোঁজ পাওয়া যায় না অথবা মৃত পাওয়া যায়, তখন সরকারেরও তাদের খুঁজে পেতে সমস্যা হয়।’ এছাড়া দেশটিতে লাইসেন্সবিহীন ভ্রমন গাইড ও কোম্পানির সংখ্যা বেড়েছে। লামিচানের ভাষ্যমতে, কর ফাঁকি দেওয়ার পাশাপাশি তারা নেপালের জনগনের কর্মসংস্থানের সুযোগও বিনষ্ট করছে। তবে এ বিষয়ে পর্বোতারোহী ও আরোহণের সঙ্গে যুক্ত স¤প্রদায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে। নেপালের একটি স্বনামধন্য গাইড কোম্পানির মালিক ইয়ান টেইলর বলেন, ‘সময়ের সঙ্গে অবস্থার পরিবর্তন হয়েছে। আগে পর্বোতারোহণে দক্ষ হাইকাররাই শুধু এখানে আসতেন যারা সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ। কিন্তু এখন এখানে প্রচুর পরিমাণে পর্যটক আসেন, তাই তাদের জন্য গাইড আবশ্যক।’ সূত্র: সিএনএন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com