কালিগঞ্জ প্রতিনিধিঃ “পুলিশ জনতা ঐক্য গড়ি, মাদক-জঙ্গী নির্মূল করি” এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জে মাদক সন্ত্রাস এবং জঙ্গী বিরোধী সামাবেশ ও কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় সোহরাওয়ার্দী পার্কের মুক্ত মঞ্চে থানার ওসি মামুন রহমানের সভাপতিত্বে মাদক সন্ত্রাস এবং জঙ্গী বিরোধী সামাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতি: পুলিশ সুপার আমিনুর রহমান। শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার এম.জে সোহেল, জেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মাসুদা খানম মেধা, উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি, ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল-রাজী টোকন, বিবিসি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জাতীয় শ্রমিকলীগ জেলা সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, সংরক্ষিত সদস্য, গ্রাম পুলিশ, সুধি উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে গভীর রাত পর্যন্ত মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়।