বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নলতা হাইস্কুলের গতকাল ১৩মার্চ সোমবার বেলা সাড়ে ১০টায় অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নলতার মাঘুরালী গ্রামের বাসিন্দা প্রয়াত ছিয়ামত আলী বিশ্বাসের কন্যা, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা: মো: শহীদুল আলম এর বোন, প্রাক্তন কৃতি শিক্ষার্থী প্রকৌশলী ড. হোসনেয়ারা বানু বৃত্তির ১ম কিস্তির জন্য মনোনীত বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির দরিদ্র ও মেধাবী ২০ জন শিক্ষার্থীর প্রত্যেককে মাসিক ৫০০ টাকা হারে এককালীন ৬ মাসের ৩ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা প্রদান করা হয়েছে। উক্ত বৃত্তির টাকা প্রদানকালে উপস্থিত ছিলেন, নলতা হাইস্কুলের প্রধান শিক্ষক মো: আব্দুল মোনায়েম, ড. হোসনেয়ারা বানু’র মেজ ভাই মো: হাবিবুর রহমান, আলহাজ্জ রেজাউল ইসলাম, প্রভাষক ও সংবাদকর্মী মো: মনিরুজ্জামান (মহসিন), এস ডি এফ সংস্থার নির্বাহী পরিচালক মো:আশরাফুল ইসলাম, শিক্ষক পরিতোষ চক্রবর্তী, মিজানুর রহমান সহ বৃত্তির টাকা প্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ। প্রাপ্ত শিক্ষার্থীরা হলো- ৬ষ্ঠ শ্রেণির মোছা: রুবিনা পারভীন ও মোছা: মরিয়ম পারভীন। ৭ম শ্রেণির জ্যোতি ব্যাণার্জী। ৮ম শ্রেণির মোছা: সুরাইয়া পারভীন, মো: মোস্তাকিন হোসেন, মো: সাদিক হোসেন, মো: ফরহাদ হোসেন, মির্মা আক্তার ইভা, ফারহানা আক্তার রূপা ও নিলুফা ইয়াসমিন। ৯ম শ্রেণির মোছা: ফতেমা পারভীন, মো: নাঈম হোসেন, মোছা: মীরা, সাদিকুল ইসলাম সাদিক, মো: আলমগীর হোসেন, আয়েশা খাতুন, সফিকুল ইসলাম ও ঐশী ঘোষ। ১০ ম শ্রেণির মো: সাব্বির হোসেন ও মো: রুমন শাহরিয়ার।