বটিয়াঘাটা (খুলনা) অফিস \ বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস কতৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার জনাব জিএম আলমগীর কবির। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন। আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক অরুনা গোলদার, প্রধান শিক্ষক শওকাত আলী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ধীমান মন্ডল, প্রধান শিক্ষিকা মিতা বিশ্বাস, অন্যান্যের মধ্েয উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মৌসুমি আক্তার, ছবি রানী সরকার, শারমিন আফরোজ, জ্যোতি প্রকাশ জোদ্দার, আরতি গোলদার, স্বপন সরকার, সিরাজুল ইসলাম, দীপান্বিতা রায়, দিপ্তী মন্ডল, সহকারী শিক্ষক মিথুন বৈরাগী, সঞ্জয় রায়, দুলাল রায়, সাহিনা আক্তার ইতি প্রমুখ। সভা পরিচালনা করেন প্রধান শিক্ষক সমীর কুমার মন্ডল। সভা শেষে হাতের সুন্দর লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।