শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

জয়ে ফিরলো সিটি, ম্যানইউর ড্র

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

এফএনএস স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে টটেনহ্যামের কাছে হারের স্বাদ পায় ম্যানচেস্টার সিটি। কিন্তু এক ম্যাচ বাদেই জয়ে ফিরল বর্তমান চ্যাম্পিয়নরা। গত শনিবার রাতে এভারটনের ঘরের মাঠে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। দলের জয়সূচক গোলটি করেছেন ফিল ফোডেন। গোটা ম্যাচে ৬৮ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলবারের উদ্দেশ্যে মোট ১৩টি শট নেয় ম্যান সিটি। যার মধ্যে লক্ষ্যে ছিল ৮টি। অপরদিকে মাত্র ৩২ শতাংশ বল দখলে রাখা এভারটন ৬টি শটের ২টি লক্ষ্যে রাখে। ম্যাচশেষে গণমাধ্যমকে সিটি কোচ বলেছেন, জয়টা তাদেরই প্রাপ্য ছিল। গার্দিওলা বলেন, ‘৯০ মিনিটই আমরা দুর্দান্ত খেলেছি। বিশেষ করে দ্বিতীয়ার্ধ। ম্যাচের প্রথম অর্ধ বেশ কঠিন ছিল। তারা আমাদের মাঝ মাঠ পেরিয়ে ভেতরে খেলার সুযোগ দেয়নি। ছেলেরা চেষ্টা চালিয়ে যাচ্ছিল। দ্বিতীয়ার্ধে তারা অসাধারণ খেলেছে এবং জয়টা আমাদেরই প্রাপ্য ছিল।’ এদিকে ফের পয়েন্ট খোয়াল রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। রেলিগেশনে থাকা দল ওয়াটফোর্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ক্রিস্টিয়ানো রোনালদোরা। পয়েন্ট হারিয়ে শীর্ষ চারের জায়গাটা নড়বড়ে করে ফেলেছে ইউনাইটেড। ২৭ ম্যাচে ১৩ জয়, ৮ ড্র আর ৬ হারে ৪৭ পয়েন্ট নিয়ে এখনো লিগ টেবিলে চারে অবস্থান করছে ইউনাইটেড। লিগে ২৭ ম্যাচে ২১ জয় ও ৩ ড্রয়ে ম্যানচেস্টার সিটির পয়েন্ট হলো ৬৬। এক ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। ২৫ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে চেলসি। ম্যানচেস্টার ইউনাইটেড ২৭ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। পাঁচ নম্বরে আর্সেনালের ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com