সোমবার, ১৯ মে ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাথমিক শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৫ মার্চ, ২০২৩

মীর আবু বকর \ সাতক্ষীরায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা এই প্রতিপক্ষকে সামনে নিয়ে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে গতকাল বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমীর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। সকল শিক্ষার মূল স্তম্ভ প্রাথমিক শিক্ষা। সুন্দর মানুষ গড়তে প্রথম প্রাথমিক থেকে ভালো করতে হবে। শিক্ষার্থীদের চৌকস করে গড়ে তুলতে হবে। আমরা ইতিমধ্যে ডিজিটাল বাংলা অতিক্রম করে স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ শুরু করেছি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষা ক্ষেত্রে আধুনিকরণ করেছেন। শিক্ষকদের প্রশিক্ষণের পাশাপাশি সম্মাননা প্রদান করেছে। শিক্ষার্থীদের পাঠদানের জন্য শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা আধুনিক সরঞ্জাম প্রদান করেছেন। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফল অর্জন করলে চলবে না মানসম্মত শিক্ষা গ্রহণের জন্য চেষ্টা করতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার পতি গুরুত্ব দিতে হবে। প্রাথমিক শিক্ষকরা যোগ্য নাগরিক গড়ে তোলার কারিগর। স্মার্ট বাংলাদেশ করতে হলে আগে আমাদের স্মার্ট হতে হবে। তবে প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ এর পূর্বেই ইস্মার্ট বাংলাদেশ সম্ভব। স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষকসহ সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ আল হাদী, জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সর্বশেষ নির্বাচিত সাধাঃ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গনি, প্রাক্তন শিক্ষা অফিসার সুজাত আলী খান, প্রধান শিক্ষক জিএম শফিউল আজম, প্রধান শিক্ষক গুলশান আরা,সহকারী শিক্ষক শাহিদা আক্তার, এ সময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধান করেন সহকারী জেলা শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ কামরুজ্জামান ও আসমাউল হুসনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com