শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি \ অস্বস্তিতে ক্রেতারা আমদানীতে বেশি বেশি অংশগ্রহণ জরুরী \ কৃত্রিম সংকট সৃষ্টি রোধে মনিটরিং জরুরী কুলিয়া ও সখিপুর ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত সখিপুরে চাল শ্রমিক আজিজুলের মৃত্যু সাতক্ষীরায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী শ্যামনগরে কারিতাসের উদ্ভাবিত জুটিনসীট ঘর উদ্বোধন ও হস্তান্তর তালায় তারুণ্যের উৎসব উপলক্ষে দ্বিতীয় দিনের ক্রিকেট ওফুটবল খেলা অনুষ্ঠিত সাতক্ষীরা টেকনিক্যাল স্কুলে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সাতক্ষীরায় চিংড়ি চাষের পুকুর প্রস্তুতি কর্মশালা দায়িত্বশীল ও কর্মী শিক্ষা শিবির সভা অনুষ্ঠিত নলতা শরীফে ৬১তম বার্ষিকী পবিত্র ওরছ শরীফ আগামী ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারী

ব্যাংক দেউলিয়া প্রশ্নে সংবাদ সম্মেলন ছাড়লেন :বাইডেন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

এফএনএস বিদেশ : যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক এবং সিগনেচার ব্যাংক ইতিমধ্যেই দেউলিয়া হয়েছে। ২০০৮ সালে দুনিয়াজোড়া অর্থনৈতিক মন্দার পর একেই খুচরা ব্যাংকিং ব্যবস্থায় সবনচেয়ে বড় ব্যর্থতা বলা হচ্ছে। দেশটিতে একের পর এক ব্যাংক দেউলিয়া হওয়ায় রীতিমতো চাপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দেউলিয়া ব্যাংকগুলো নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় প্রেসিডেন্টকে। আর সেই প্রশ্ন শুনেই সটান সম্মেলন কক্ষ ছাড়েন তিনি। ব্যাংক দেউলিয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে বাইডেন প্রশাসন। সংবাদ সম্মেলনে প্রেসিডেন্টকে দেশটির ব্যাংকিং ব্যবস্থা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ‘প্রেসিডেন্ট, কেন এমন বিপর্যয় ঘটল তা কি আপনি জানেন? এর কোনো প্রভাব পড়বে না বলে কি আপনি আমেরিকানদের আশ্বস্ত করবেন?’ সেই প্রশ্ন শোনা মাত্রই কোনো উত্তর না দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য দরজার দিকে হাঁটতে শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু সাংবাদিকদের প্রশ্ন করা তখনও অব্যাহত। আর এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘আর কোনো ব্যাংক কি দেউলিয়া হওয়ার মুখে?’ ততক্ষণে সংবাদ সম্মেলনের কক্ষ ছেড়ে বেরিয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের ইউটিউব চ্যানেলে বাইডেনের বেরিয়ে যাওয়ার ভিডিওর ভিউয়ার সংখ্যা হু হু করে বেড়ে যায়। কিন্তু টুইটারে এ নিয়ে মন্তব্য করা বন্ধ করে দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এটিই নতুন নয়। এর আগেও সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়ে মাঝপথে সংবাদ সম্মেলন ছেড়ে গেছেন বাইডেন। সিলিকন ভ্যালি ব্যাংক ছিল যুক্তরাষ্ট্রের ষোড়শ বৃহত্তম ব্যাংক। গত শুক্রবার ব্যাংকটি বন্ধ হয়ে গেছে। দেউলিয়া হয়ে যাওয়ার পর ব্যাংকের গচ্ছিত অর্থ অধিগ্রহণ করেছে সরকার। সিলিকন ভ্যালির অবস্থা নিয়ে গত রোববার বাইডেন বলেছিলেন, ‘আমাদের ঐতিহাসিক এবং অর্থনৈতিক সম্পদ রক্ষার জন্য কীভাবে ব্যাংকিং ব্যবস্থাকে উন্নত করা যায় তা নিয়ে আলোচনা করব। যারা এই বিপর্যয়ে জন্য দায়ী, তাদের জবাবদিহি করতে হবে।’ সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com