শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ : ওয়ানডেতে নতুন যুগের শুরু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

এফএনএস স্পোর্টস: আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন ম্যাচের সিরিজ দিয়ে ওয়ানডেতে নব যুগের শুরু করছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকা নতুন কোচ ও ওয়েস্ট ইন্ডিজ নতুন অধিনায়কের যুগে প্রবেশ করছে। আট বছর পর হতে যাওয়া দ্বিপাক্ষীক সিরিজে জয়ের জন্য মুখিয়ে আছে দু’দল। ইস্ট লন্ডনে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে।
আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে ওয়ানডে বিশ^কাপের কথা মাথায় রেখে জয়ের ধারাবাহিকতার ছক কষবেন প্রোটিয়াদের নতুন কোচ রব ওয়াল্টার এবং ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ। যদিও এখন পর্যন্ত আগামী বিশ^কাপে খেলা নিশ্চিত করতে পারেনি দক্ষিণ আফ্রিকাওয়েস্ট ইন্ডিজ কোন দলই। আইসিসি বিশ^কাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে যথাক্রমে অষ্টম ও নবমস্থানে আছে প্রোটিয়া ও ক্যারিবীয়রা। নিয়মনুযায়ী পয়েন্ট টেবিলের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। ইতোমধ্যে সাতটি দল বিশ^কাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে। শেষ দল হিসেবে সরাসরি খেলার টিকিট পাবার দৌঁড়ে আছে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলংকা। দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের সিরিজটি সুপার লিগের অংশ নয়। এ মাসের শেষের দিকে বিশ^কাপে খেলা নিশ্চিতের জন্য লড়াইয়ে নামবে শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা। মাঠের বাইরে থেকে অপেক্ষায় থাকবে ওয়েস্ট ইন্ডিজ। সুপার লিগে ওয়েস্ট ইন্ডিজের আর কোন সিরিজ বাকী নেই। ২৫ মার্চ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু করবে শ্রীলংকা। ৩১ মার্চ থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ শুরু করবে দক্ষিণ আফ্রিকা। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের ৮৮, দক্ষিণ আফ্রিকার ৭৮ ও শ্রীলংকার ৭৭ পয়েন্ট আছে। সরাসরি খেলার সুযোগ না পেলে আগামী জুন-জুলাইয়ে জিম্বাবুয়ের মাটিতে বাছাইপর্বের রাউন্ডে পরীক্ষা দিতে হবে দলগুলোকে। সদ্যই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। টেস্ট সিরিজে খেলা দল থেকে অনেক পরিবর্তন হচ্ছে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমাসহ মাত্র চারজন টেস্ট খেলেছেন। অন্য তিনজনের মধ্যে পেসার জেরাল্ড কোয়েটজি এবং ব্যাটার টনি ডি জর্জির টেস্ট সিরিজে অভিষেক হয়। এখনও ওয়ানডে অভিষেক হয়নি রায়ান রিকেল্টনের। ঘোষিত দলে থাকলেও ইনজুরির কারণে শেষ পর্যন্ত সিরিজ থেকে ছিটকে পড়েছেন অলরাউন্ডার উইয়ান মুল্ডার এবং বাঁ-হাতি স্পিনার কেশব মহারাজ। মুল্ডারের পরিবর্তে দলে সুযোগ হয়েছে ওয়েন পারনেল ও মহারাজের জায়গায় তাবরাইজ শামসির। এ দিকে গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সাদা বলে ওয়েস্ট ইন্ডিজ দলেল নেতৃত্ব ছাড়েন নিকোলাস পুরান। তার জায়গায় ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব পান শাই হোপ। ১০৪টি ওয়ানডেতে প্রায় ৪৯ গড়ে ৪৩০৮ রান করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলেছেন রোস্টন চেজ, শ্যানন গাব্রিয়েল, জেসন হোল্ডার, আলজারি জোসেফ এবং কাইল মায়ার্স। ২০১৫ সালে সর্বশেষ দ্বিপাক্ষীক ওয়ানডে সিরিজ খেলেছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ১৯৯২ সালে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিলো ক্যারিবীয়রা। এখন পর্যন্ত ৬২ ম্যাচে মুখোমুখি হয়ে দক্ষিণ আফ্রিকা ৪৪টিতে ও ওয়েস্ট ইন্ডিজ ১৫টিতে জয় পায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com