স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের আয়োজনে গতকাল সকাল ১০টায় উপজেলা ডিজিটাল সেন্টারে নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছাদুজ্জামান বাবু, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মারুফ তানভীর হোসেন সুজন, কোহিনুর ইসলাম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা নাজমুছ সাকিব, কৃষি কর্মকর্তা মো: মনির হোসেন, সমাজ সেবা অফিসার শেখ শহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গনি, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদ, মিজানুর রহমান চৌধুরী, এড. মহিতুল ইসলাম, আজমল হোসেন, গোলাম মোস্তফা, মাও: আব্দুল গফফার, আব্দুল কাদের, লুৎফর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করার পাশাপাশি বিভিন্ন ইউনিয়নের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।