শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গাঁজাসহ মহিলা আটক পাইকগাছায় তীব্র তাপদাহে অতিষ্ঠ পাখির জন্য খোলা পাত্রে পানির ব্যবস্থা মশিউর রহমান চেয়ারম্যান হলে সদরের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে সখিপুর পারুলিয়ার ব্যবসায়ীদের প্রিয় জালাল উদ্দীনের ইন্তেকাল জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সহ-সভাপতি মোঃ আশরাফ হোসেন আর নেই সাতক্ষীরায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত পিতা পুত্রের দাফন সম্পন্ন আজ সাতক্ষীরায় আসছেন জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হুদা গাজার মাটিতে যোদ্ধাদের সাথে প্রকাশে হামাস নেতা রেকর্ড ভাঙ্গা তাপদাহে পুড়ছে দেশ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইংরেজদের বিরুদ্ধে কবিতার মাধ্যমে আন্দোলন গড়ে তুলেছিলেন নজরুল সম্মিলনে সাবেক সিনিয়র সচিব -মো: আব্দুস সামাদ

আসছে পূজায় দেখা যাবে ‘রক্তবীজ’

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

এফএনএস বিনোদন: খাগড়াগড় বিস্ফোরণের সেই ভয়ংকর গল্পকেই এবার ছবির বিষয়বস্তু করে তুলেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। ২০১৪ সালের সেই ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা পশ্চিমবঙ্গকে। সেই কথাই উঠে আসবে এ ছবিতে। বাঙালি দর্শকের কাছে এই পরিচালকদ্বয়ের ছবির একটা আলাদা চাহিদা রয়েছে। সেই কথা মাথায় রেখেই ছবির গল্প থেকে কাস্টিং সব কিছুতেই জোর দেন শিবু-নন্দিতা। সেই মতোই এই ছবির হাত ধরে দীর্ঘদিন পর পর্দায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়। সে আভাস যদিও আগেই পাওয়া গিয়েছিল উইন্ডোজ প্রোডাকশন হাউসের অফিশিয়াল পেজে। এমনিতেই ছবি নির্বাচনের ব্যাপারে বেশ সিলেকটিভ অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, এই ছবির গল্প এবং পরিচালকদ্বয়ের অ্যাপ্রোচেই নাকি এই ছবির জন্য রাজি হয়েছেন অভিনেতা। ছবির পোস্টার সামনে আনার পাশাপাশি রিভিল করা হয়েছিল ছবির কাস্টিং লিস্টও। আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী থাকবেন, সে খবরও আগেই ছিল। প্রথমবার একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন আবির-মিমি। ছবিতে তাদের রসায়ন দেখার অপেক্ষায় দর্শক। ছবিতে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে অনুসূয়া মজুমদারকে। এ ছাড়াও থাকছেন সত্যম ভট্টাচার্য, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য, দেবাশিষ মন্ডলসহ অনেকে। একেবারে ছকভাঙা একটি গল্প এবার পূজায় দর্শককে উপহার দিতে চলেছেন শিবু-নন্দিতা, যা উইন্ডোজ প্রযোজিত বাকি ছবিগুলো থেকে এক্কেবারে আলাদা। কলকাতা ও তার আশপাশে ছবির শুটিংয়ের লোকেশন ঠিক হয়েছে। বোলপুর, ধুলাগড়েও হবে ছবির শুটিং। বুধবার উইন্ডোজের পক্ষ থেকে শুটিং এর প্রথম ছবি সামনে আনা হয়। ক্ল্যাপস্টিকের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘যাত্রা শুরু হলো আজ থেকে এই দুর্গাপূজায় আসছে রক্তবীজ!’ ছবির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় শিউলি ফুল এবং ক্ল্যাপস্টিকের ছবি পোস্ট করে শুটিং শুরুর খবর নিজের সোশ্যাল মিডিয়ায় দেন। অন্যদিকে কাঞ্চন মল্লিক শুটিংয়ের প্রথম দিনে পরিচালক জুটির সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘উইথ মাই ওল্ড বস।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com