স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা আ’লীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আ’লীগের আহবানে গতকাল বিকালে সাতক্ষীরা পিএন স্কুলের মাঠে জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাবেক সভাপতি সাবেক সংসদ প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, শেখ সহিদ উদ্দিন, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, আ’লীগ নেতা এড. ওসমান গনি, ডা: মুনসুর রহমান, পৌর আ’লীগের সভাপতি শেখ নাসেরুল হক, লাইলা পারভিন সেজুতি, মহিলা আ’লীগের সাধারন সম্পাদক জ্যোৎস্না আরা, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ আশিকুর রহমান সহ জেলা আ’লীগের সকল সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে কেক কেটে বঙ্গবন্ধুর জন্ম দিন উদযাপন করেন জেলা আ’লীগের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র।