চুকনগর প্রতিনিধি \ ডুমুরিয়ায় দলিতের উদ্যোগে সমাজসেবা কর্তৃক প্রদত্ত সামাজিক নিরাপত্তা কর্মসূচীতে দলিত জনগোষ্ঠীর অগ্রাধিকার নিশ্চিতকরণে গণশুনানি অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২ টার দিকে উপজেলার শহীদ জুবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানি অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস। দি এশিয়ান ফাউন্ডেশন এ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেন । সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন দলিতের নির্বাহী পরিচালক স্বপন দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আইনাল হক। বক্তব্য রাখেন দলিতের মনিটরিং অফিসার ইসরাত নুয়েরী হোসেন, হিসাব রক্ষক হরিচাঁদ দাস, ফিল্ড সুপার ভাইজার সামসুন নাহার, সহকারী মেডিকেল অফিসার তনিমা দাস, সুমিত্রা বিশ্বাস, সঙ্গীতা দাস, রাজু দাস, প্রান্ত দাস, দোলন দাস, নিয়তি দাস, দিপ্তী রানী দাস, শিল্পী গাইন, পলাশ দাস প্রমুখ। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন দলিতের প্রজেক্ট ম্যানেজার মোঃ আল আমীন।