রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন

রেকর্ড গড়ে ডাবল সেঞ্চুরি করলেন উইলিয়ামসন-নিকোলস

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৯ মার্চ, ২০২৩

এফএনএস স্পোর্টস: একজনের ব্যাটে রানের প্রবাহ ছিলই। সেই জোয়ার তীব্র হলো আরও। আরেকজনের ব্যাটে ছিল খরা। তিনিও এবার সিক্ত হলেন সাফল্যের ছোঁয়ায়। কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলসের যুগলবন্দিতে ভেসে গেল শ্রীলঙ্কান বোলারদের সব প্রচেষ্টা। দুজনের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি আর দুর্দান্ত জুটিতে নিউ জিল্যান্ড পৌঁছে গেল রান পাহাড়ে। ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে ছিল বৃষ্টির দাপট, দ্বিতীয় দিনে দেখা গেল রানের বৃষ্টি। ওয়ানডের গতিতে রান তুলে নিউ জিল্যান্ড প্রথম ইনিংস ঘোষণা করল ৪ উইকেটে ৫৮০ রানে। শেষ বেলায় ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা শুরুতেই পেল জোড়া ধাক্কা। শেষ পর্যন্ত তারা দিন শেষ করল ২ উইকেটে ২৬ রানে। গতকাল শনিবার ¯্রফে ৭৫ ওভারেই ৪২৫ রান তোলে কিউইরা, ওভারপ্রতি রান ওঠে ৫.৬৬! নিউ জিল্যান্ডের বড় স্কোরের দুই নায়ক উইলিয়ামসন ও নিকোলস। টানা তৃতীয় টেস্ট সেঞ্চুরিকে উইলিয়ামসন রূপ দেন ডাবল সেঞ্চুরিতে। ২৩ চার ও ২ ছক্কায় ২১৫ রানের ইনিংস খেলেন তিনি ২৯৬ বলে। স্টাইলিশ ব্যাটসম্যানের ২৮তম টেস্ট সেঞ্চুরি এটি, ডাবল সেঞ্চুরি হলো ৬টি। দেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরির রেকর্ড আগে থেকেই ছিল তার। এবার তা আরও সমৃদ্ধ হলো। নিকোলস এক বছর ধরেই নিজেকে হারিয়ে খুঁজছিলেন এই সংস্করণে। গত বছরের ফেব্রæয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্রাইস্টচার্চে সেঞ্চুরির পর টানা ১৫ ইনিংসে ফিফটি ছুঁতে পারেননি তিনি। অবশেষে সেই দুঃসময় কাটিয়ে উঠলেন তিনি। ফিফটি পেরিয়ে সেঞ্চুরি ছাড়িয়ে তিনিও পৌঁছে যান ডাবল সেঞ্চুরিতে। ১৫ চার ও ৪ ছক্কায় অপরাজিত ২০০ করেন তিনি ¯্রফে ২৪০ বলে। বাঁহাতি ব্যাটসম্যানের ৫৪ টেস্টের ক্যারিয়ারে নবম সেঞ্চুরি এটি। তবে ডাবল সেঞ্চুরির স্বাদ পেলেন প্রথমবার। নিউ জিল্যান্ডের ৯৩ বছর আর ৪৬৪ টেস্টের ইতিহাসে একই ইনিংসে দুটি ডাবল সেঞ্চুরি হলো এই প্রথম। তৃতীয় উইকেটে এই দুজন গড়েন ৩৬৩ রানের জুটি। টেস্টে কিউইদের পঞ্চম সেরা জুটি এটি। সবচেয়ে বড় জুটির রেকর্ডও তৃতীয় উইকেটে, ভেন্যু ও প্রতিপক্ষও একই। ১৯৯১ সালে ওয়েলিংটনেই লঙ্কানদের বিপক্ষে ৪৬৭ রানের জুটি গড়েন মার্টিন ক্রো ও অ্যান্ড্রু জোন্স। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ক্রাইস্টচার্চে ৩৬৯ রানের জুটি গড়েছিলেন এই উইলিয়ামসন ও নিকোলস। এই প্রথম নিউ জিল্যান্ডের হয়ে একাধিক ট্রিপল সেঞ্চুরির বন্ধন গড়লেন একই জুটি। এই দুজনের ব্যাটিং দাপটে দিনজুড়েই লঙ্কান বোলাররা ছিলেন অসহায়। দিনের প্রথম দুই সেশনে কোনো উইকেটই পড়েনি। নিউ জিল্যান্ড দিন শুরু করে ২ উইকেটে ১৫৫ রান নিয়ে। ওয়েলিংটনের তীব্র বাতাসে লাইন-লেংথ ঠিক রাখতে প্রথম দিন অনেক হিমশিম খেতে হয় লঙ্কান পেসারদের। দ্বিতীয় দিনে তাদের পরিস্থিতি হয় আরও নাজুক। উইলিয়ামসন ও নিকোলস তাদের সাজা দিতে ভুল করেননি। উইলিয়ামসন সেঞ্চুরি স্পর্শ করেন ১৭১ বলে। সেখান থেকে ডাবল সেঞ্চুরিতে যেতে তার বল লাগে ১১৫টি। নিকোলস শতরানে পা রাখেন ১৭৩ বলে। এরপর তিনি হয়ে ওঠেন বিধ্বংসী। পরের ১০০ রান করেন ¯্রফে ৬৭ বলে! তার সেঞ্চুরিতে বাউন্ডারি ছিল ৮টি। ডাবল সেঞ্চুরিতে ছুটে যান তিনি আরও ৭ চার ও ৪ ছক্কায়। দুজনের জুটি ভাঙে রানের তাড়ায় ছুটেই। ক্রিজ ছেড়ে বেরিয়ে বাঁহাতি স্পিনার প্রবাথ জয়াসুরিয়াকে ছক্কায় ওড়ানোর চেষ্টায় আউট হয়ে যান উইলিয়ামসন। এরপর ড্যারিল মিচেল নেমে একটি করে চার ও ছক্কা মেরে বিদায় নেন। নিউ জিল্যান্ডের অপেক্ষা ছিল নিকোলসের ডাবল সেঞ্চুরির। সেটি হয়ে যেতেই ইনিংস ঘোষণা করে দেন টিম সাউদি। শ্রীলঙ্কার সব পেসারের বোলিং ফিগারই বিবর্ণ। তবে সবচেয়ে বেশি মার হজম করেন লাহিরু কুমারা। তার ২৫ ওভার থেকে রান আসে ১৬৪! বোলিং হতাশার পর ব্যাটিংয়ে নেমেও ভোগান্তিতে পড়ে শ্রীলঙ্কা। ওপেনার ওশাদা ফার্নান্দোকে ৬ রানে ফেরান ম্যাট হেনরি। একটু পর কুসাল মেন্ডিসকে বিদায় করে দেন সাড়ে ৬ বছর পর টেস্ট খেলতে নামা পেসার ডগ ব্রেসওয়েল। আগের টেস্টে দুর্দান্ত ইনিংস খেলা ব্যাটসম্যান এবার ফেরেন শূন্য রানে। অধিনায়ক দিমুথ করুনারতেœ ও নাইটওয়াচম্যান জয়াসুরিয়া এরপর দিনটি পার করে দেন। তবে তাদের অপেক্ষায় কঠিন চ্যালেঞ্জ।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ১২৩ ওভারে ৫৮০/৪ (ডি.) (আগের দিন ১৫৫/২) (ল্যাথাম ২১, কনওয়ে ৭৮, উইলিয়ামসন ২১৫, নিকোলস ২০০*, মিচেল ১৭১, বøান্ডেল ১৭*; রাজিথা ৩২-৬-১২৬-২, আসিথা ২৬-৬-১১০-০, কুমারা ২৫-১-১৬৪-০, ধনাঞ্জয়া ১৯-৩-৭৫-১, জয়াসুরিয়া ২১-১-৮৬-১)।
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৭ ওভারে ২৬/২ (ওশাদা ৬, করুনারতেœ ১৬*, কুসাল ০, জয়াসুরিয়া ৪*; সাউদি ৬-৩-৫-০, হেনরি ৭-৩-১৫-১, ডগ ব্রেসওয়েল ৩-২-১-১, মাইকেল ব্রেসওয়েল ১-০-৫-০)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com