স্টাফ রিপোর্টার ঃ সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ সংগ্রহের জন্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন যৌথ উদ্যোগে গতকাল দুপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতি: জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মইনের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: সবিজুর রহমান, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউলাহ আলহাদী, পৌরসভার ভারপ্রাপ্ত মেম্বর আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, সড়কের নির্বাহী প্রকৌশলী মো: আজাহারুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাকিউল আজম, সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সরকারী ফান্ডে যাকাতের অর্থ সংগ্রহ করতে হবে। আপনাদের নিজ সহ আত্মীয়দের কাছ থেকে যাকাতের অর্থ সংগ্রহ করে ফান্ডে দেওয়ার চেষ্টা করবেন। যাকাতের এ অর্থ দুঃস্থ অসহায় মানুষের মাঝে বিতরন করা হবে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা ইসলামিক ফাউন্ডেশনের ডিডি মোহাম্মদ আবুল কালাম আজাদ।