বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সখিপুর ইউনিয়নে তারুণ্যের ভাবনা বিষয়ক কর্মশালা “মাসজিদে কুবা” নামাজ আর ধর্মীয় শিক্ষার পাশাপাশি মানবতার মনোমুগ্ধতার উচ্চতায় দেবহাটার পাঁচটি ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন চাপের মুখে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আশাশুনি তথ্য অধিকার বুথ ক্যাম্প অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ সম্পন্ন সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নূরনগরে জামায়াতের সেটআফ প্রোগ্রাম ও মতবিনিময় শীতার্তদের মাঝে জামায়াতের কম্বল বিতরণ

প্রত্যন্ত অঞ্চলে লিগ্যাল এইডের কার্যক্রম ছড়িয়ে দেয়া হবে। কবি শেখ মফিজুর রহমান সিনিয়র জেলা ও দায়রাজজ শরীয়তপুর।

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২০ মার্চ, ২০২৩

দৃষ্টিপাত ডেস্ক \ নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নে আইনগত সহায়তা ও এডিআর বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। শরীয়তপুর জেলা লিগ্যাল অফিস এর উদ্যোগে নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়ন পরিষদের সহযোগিতায় নওপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে সরকারি খরচে আইনগত সহায়তা ও বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) বিষয়ক এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে ১৮ মার্চ ২০২৩। নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে এবং সহকারী জজ মোঃ সালাউদ্দিন এর উপস্থাপনায় আয়োজিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। প্রধান অতিথি সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেন, প্রত্যন্ত অঞ্চলে লিগ্যাল এইডের কার্যক্রম ছড়িয়ে দেয়া হবে। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান। পৃথিবীর কোন প্রান্তের একজন মানুষ তার ন্যায় বিচারে প্রবেশাধিকার থেকে বঞ্চিত হলে তা সারা বিশ্বের আইনের শাসনের প্রতি হুমকি স্বরুপ। দরিদ্র, অসহায় ও অস্বচ্ছল মানুষের বিচার প্রাপ্তির অধিকারকে নিশ্চিত করার উদ্দেশ্যে বাংলাদেশ সরকার বিনা খরচে আইনগত সহায়তা কার্যক্রম গ্রহণ করেছে। একটি রাষ্ট্রে সকল নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত করতে না পারলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। এই সেবার বিষয়ে জনগণকে অবগত করতে হলে লিগ্যাল এইডের কার্যক্রমের ব্যাপক প্রচারণা দরকার। এ ক্ষেত্রে শরীয়তপুর জেলা লিগ্যাল এইড অফিস গরীবের ন্যায় বিচার প্রাপ্তিতে সেতুবন্ধন হিসেবে কাজ করছে। শরীয়তপুরে বিচারের বাণী নীরবে কাঁদতে দেবো না। শরীয়তপুরের প্রতিটি জনপদ প্রত্যন্ত অঞ্চলে পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠী বিশেষ করে দুর্গম চরাঞ্চলে সরকারের মহতি সেবাকে জেলা লিগ্যাল এইড অফিস পৌঁছে দিতে বদ্ধপরিকর, আর সেটাই আমাদের কর্মযজ্ঞের অন্যতম পাথেয়। এক্ষেত্রে শরীয়তপুর জেলা লিগ্যাল এইড অফিস হবে সারা দেশের মডেল। দেশের সকল মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে পারলে আমরা একটি মানবিক মহাসমাজ গঠন করতে পারব। ইতিমধ্যে শরীয়তপুরের জনসাধারণের মাঝে লিগ্যাল এইড ব্যাপকভাবে প্রভাব ফেলেছে এবং হতদরিদ্ররা নয় সবশ্রেনীর মানুষ সেবা গ্রহণ করছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নড়িয়া পৌরসভার মেয়র এড. আবুল কালাম আজাদ, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো: জহিরুল ইসলাম, ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ সহ প্রমুখ। এছাড়াও উক্ত সভায় জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মোঃ খালেদ মিয়া আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ এবং লিগ্যাল এইড অফিসের কার্যক্রমের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com