স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় গোডাউনে পেঁয়াজ মজুদ রাখায় ৩ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় সদরের ভোমরা জেলা প্রশাসনের গঠিত টাস্কফোর্সের জরিমানা আদায় করে। জানাগেছে, আসন্ন মাহে রমজান উপলক্ষে গোডাউনে পেঁয়াজ রেখে বাজারে মূল্য বৃদ্ধির অভিযোগ গতকাল ভোমরা অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক আব্দুলাহ আল-আমিন। এসময় বন্দর অভ্যন্তরে গোডাউনে পেয়াজ মজুদ রাখায় শুভ এন্টারপ্রাইজের মালিক বিকাশ চন্দ্র কে ২০ হাজার আরএস এন্টার প্রাইজের মালিক সাদ্দাম হোসেনকে ১৫ হাজার ও রাফসান এন্টারপ্রাইজের মিজানুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। একই সাথে নিশি এন্টারপ্রাইজের খোরশেদ আলমের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন, র্যাব-৬ সিপিসি ১ সাতক্ষীরা কোম্পানী কমান্ডার মেজর মো: গালিব, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নাজমুল হাসান, কৃষি বিপনন কর্মকর্তা এসএম আব্দুলাহ, বিজিবি ভোমরা ক্যাম্পের কমান্ডার শামীম হোসেন।