বিশেষ প্রতিনিধি/প্রতাপনগর প্রতিনিধি: ইউনাইটেড একাডেমী প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজসেবক আলহাজ্ব কামরুজ্জামান সরদার। রবিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে তালতলা বাজার ব্যবসায়ী উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ্ব কামাল হোসেন ও প্রতাপনগরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কামরুজ্জামান প্রতিদ্ব›িদ্বতা করেন। ভোট গ্রহণ শেষে উভয় প্রার্থী ৪ (সমান) ভোট পান। পরে উভয়ের সম্মতিতে লটারির মাধ্যমে আলহাজ্ব কামরুজ্জামান সভাপতি নির্বাচিত হন। নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান। এসময় প্রধান শিক্ষক জয়দেব কুমার দাশসহ শিক্ষকবৃন্দ ও ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উলেখ্য, আলহাজ্ব কামরুজ্জামান সরদার ইতিপূর্বে প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মাদ্রাসার ম্যনেজিং কমিটির সভাপতি ও প্রতাপনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে সততার সাথে দায়িত্ব পালন করছেন। ঐসময় তিনি প্রাথমিক স্কুল পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ সভাপতি মনোনীত হন।