চীফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনের সহসভাপতি আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান। তিনি বলেন, সাতক্ষীরায় প্রবীন হিতৈষী সংঘ সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে গঠিত সংগঠন। এই সংগঠন সরকারী অবসর প্রাপ্ত কর্মকর্তা, কর্মচারী সহ সিনিয়র ব্যক্তিদের দ্বারা প্রচলিত হয়। সংগঠনের নিজস্ব জায়গায় কোন অফিস নেই। নিজস্ব জায়গায় অফিস থাকলে সংগঠনের সদস্যরা একে অপরের সাথে নিজেদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারে। সংগঠনের জন্য অচিরেই জেলা প্রশাসকের সাথে কথা বলে অফিসের জায়গার ব্যবস্থা করা হবে। তিনি সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউদ্দিন আহমেদ, সংগঠনের সহসভাপতি সাবেক অধ্যাপক মোজাম্মেল হোসেন, কামরুল ইসলাম ফারুক, মুহঃ আশরাফ উদ্দিন, মোহাম্মদ আলী সিদ্দিকী, সাবেক অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, সম হায়দার আলী প্রমুখ। এছাড়া সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সাধারন সভা শেষে সকলের সর্বসম্মতিক্রমে পদাধিকার বলে জেলা প্রশাসককে সভাপতি, মুহঃ আশরাফউদ্দিনকে সাধারন সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনটির নির্বাহী সদস্য আব্দুর রব ওয়ার্ছি।