বিশেষ প্রতিনিধি/বুধহাটা প্রতিনিধি: আশাশুনি উপজেলার প্রাণ কেন্দ্র বুধহাটা বাজারে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে বুধহাটা বাজারের করিম সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়। এজেন্ট ব্যাংকিং শাখার পরিচালক নুরুল আফসার মোর্তজার সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক সাতক্ষীরা জেলা শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট শহিদুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল মাজেদ গাজী, এম আর বিজনেস গ্রুপের ম্যানেজার ইয়াছিনুর রহমান, মাওলানা আব্দুর রাজ্জাক, শামীম রেজা প্রমূখ। সবশেষে এজেন্ট শাখার উদ্বোধনের লক্ষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাওলানা মোশাররফ হোসেন।