বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা শহর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে জেলে বাওয়ালীদের লাইফ জ্যাকেট বিতরণ ও রেসকিউ বোটের উদবোধন খালেদা জিয়ার বিদেশ যাত্রা : রাস্তায় মানুষের ঢল কালিগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্র’র সাথে অনৈতিক কাজের অভিযোগ শ্যামনগরে এসওডির উপর পুনরূজ্জীবিতকরণ রিফ্রেশার্স প্রশিক্ষন অনুষ্ঠিত কেশবপুরের হাসানপুরে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা, সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত আশাশুনি সিএস ও এসএ ম্যাপ অনুযায়ী নদী খননের দাবীতে মানববন্ধন কলারোয়ায় যুবদলের কর্মী সমাবেশ কলারোয়ায় স্কাউটস এর ত্রি—বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত শ্যামনগরে বিদ্যুতের তার জড়িয়ে কৃষকের মৃত্যু

শ্যামনগরে ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে\ শ্যামনগর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ মার্চ বুধবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী আশ্রয়ন-২ প্রকল্প প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, জনপ্রিতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন এবং সুফলভোগী ব্যক্তিবর্গের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। সারাদেশে ‘ক’ শ্রেণীভুক্ত ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে চতুর্থ পর্যায়ে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের বাড়ির দলিল ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে গণভবন থেকে সকল ১০ টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। শ্যামনগর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও জমির দলিল হস্তান্তর করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা স্থানীয় সরকার এর উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর প্রমুখ। শ্যামনগর উপজেলায় চতুর্থ পর্যায়ে অবশিষ্ট ৬৯ পরিবারের হাতে আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মিত সরকারি বাসগৃহের দলিল ও চাবি হস্তান্তর সহ এ পর্যন্ত সর্বমোট ৪৮০টি অসহায় পরিবারকে পূণর্বাসন করা হয়েছে। নানা প্রতিকূলতা মোকাবেলা করে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নের্তৃবৃন্দ সহ সকলকে সাথে নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি জমি পুনরুদ্ধার পরবর্তী আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করে সেখানে ভূমিহীন ও গৃহহীন পরিবার গুলোকে পুণর্বাসনের ব্যবস্থা করেছে শ্যামনগর উপজেলা প্রশাসন। প্রত্যেক পরিবারকে দুই শতক করে জমিসহ বাসগৃহ নির্মান শেষে ইতিমধ্যেই হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর যুগান্তকারী এ প্রকল্পকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাসগৃহ গুলোর নির্মানকাজে উন্নতমানের নির্মান সামগ্রীর ব্যবহার, চলাচলের জন্য এইচবিবি রাস্তা নির্মান, বিদ্যুতায়ণ, সুপেয় পানির ব্যবস্থা সহ অন্যান্য সুযোগ সুবিধাও নিশ্চিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com