বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘মে দিবস’ শ্রমিকদের মর্যাদা ব্যতীত দেশ-জাতির উন্নয়ন সম্ভব নয় মার্কিন রনতরিতে হুতিদের ড্রোন হামলা আগুন ঝরা তাপদাহ নানান ধরনের রোগ ছড়াচ্ছে মসলা যুক্ত ভারী খাবার গ্রহণ না করার পরামর্শ চিকিৎসকদের ডাঃ শরিফুল ইসলাম সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেলেন জিরো পয়েন্ট রুপালী ব্যাংকর নতুন শাখা উদ্বোধন ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে ফতেপুর ইয়ংস্টার ক্লাব চ্যাম্পিয়ন সাতক্ষীরায় বিআরটিএ মোবাইল কোর্ট অব্যাহত নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত শ্যামনগরে তাপ প্রবাহজনিত পীড়ন প্রতিরোধে প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় করণীয় বিষয়ে জনসচেতনা সভা অনুষ্ঠিত

আফগানিস্তান ও পাকিস্তানে শক্তিশালী ভ‚মিকম্পে নিহত ১৩

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

এফএনএস বিদেশ : আফগানিস্তান ও পাকিস্তানে শক্তিশালী ভ‚মিকম্পে ১৩ জন নিহত এবং অন্তত ২০০ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় ৬ দশমিক ৫ মাত্রার ভ‚মিকম্পটি আফগানিস্তান ও পাকিস্তানের বেশ কয়েকটি বড় শহর থেকে ভারতের নয়াদিল্লি পর্যন্ত অনুভ‚ত হয়। ব্রিটিশভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। নিহতদের মধ্যে ৯ জনই পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের। একজন শিশুসহ বাকি ৩ জন আফগানিস্তানের। শিশুটি পাকিস্তানের সীমান্তবর্তী লাঘমান প্রদেশে ভ‚মিকম্পে নিহত হয়। দেশ দুটির দুর্যোগ ব্যবস্থাপনা কতৃপক্ষ এ তথ্য জানিয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় আফগান অঞ্চল বাদাকসানের জুর্ম শহরে এই ভ‚মিকম্প আঘাত হানে। ভ‚মিকম্পের তীব্রতায় উত্তর-পূর্ব আফগানিস্তান ও পাকিস্তানের শহরগুলোর বাসিন্দারা বাড়িঘর ছেড়ে পথে গিয়ে দাঁড়িয়েছিল। এলাকাগুলোর কিছু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কয়েক স্থানে ভ‚মিধস দেখা দিয়েছে। এদিকে লাহোরের প্রত্যক্ষদর্শীরা সিএনএনকে জানিয়েছেন, সেখানেও কম্পন অনুভ‚ত হয়েছে। ভারত-শাসিত কাশ্মীরের বৃহত্তম শহরেও কম্পন অনুভ‚ত হয়েছে। জানা গেছে, পাকিস্তানের সোয়াত উপত্যকার হাসপাতালগুলোয় অন্তত ২৫০ মানুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে ১৫ জন সামান্য আহত হয়েছে। আর দুই শতাধিক মানুষ অজ্ঞান হয়েছিলেন। এই প্রদেশের অন্যান্য এলাকায় ৫২ ব্যক্তি আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। প্রায় ১ হাজার কিলোমিটার অঞ্চল জুড়ে অনুভ‚ত হয়েছে শক্তিশালী এর ভ‚মিকম্প। ইউরোপীয়-ভ‚মধ্যসাগরীয় ভ‚মিকম্প কেন্দ্রের তথ্য অনুসারে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ছাড়াও উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান ও মধ্য এশিয়ার অন্যান্য দেশগুলোতেও এই ভ‚মিকম্প অনুভ‚ত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভ‚তাত্তি¡ক জরিপ সংস্থা জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, এই ভ‚মিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের জুরম শহর থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে পাকিস্তান ও তাজিকিস্তান সীমান্তের কাছাকাছি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের ভ‚মিকম্প পরবর্তী কার্যক্রমের জন্য সতর্ক থাকতে বলেছেন। ইউরেশীয় ও ভারতীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে অঞ্চলটিতে প্রায়ই ভ‚মিকম্প হয়। গতবছর জুন মাসে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ৫ দশমিক ৯ মাত্রার ভ‚মিকম্পে হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল। সূত্র: বিবিসি ও সিএনএন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com