শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৫০ পূর্বাহ্ন

কলারোয়ার ধানদিয়ায় মাদক, জঙ্গি, মানব পাচার প্রতিরোধ কল্পে বিট পুলিশিং সমাবেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১নং জয়নগর ইউনিয়নের ধানদিয়ায় মাদক, জঙ্গি, মানব পাচার, বাল্যবিবাহ, চোরাচালান, ইভটিজিং প্রতিরোধ কল্পে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকাল ৪ ঘটিকায় জয়নগর ইউনিয়ন বিট পুলিশিং এর আয়োজনে ধানদিয়া চৌরাস্তা বাজারের আব্দুল মাজেদ মার্কেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রধান শিক্ষক আজিজুর রহমানের সভাপতিত্বে ও মাষ্টার হায়দার আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান। তিনি তার বক্তব্যে বলেন, জঙ্গি, মাদক ও মানব পাচারের বিরুদ্ধে সার্বক্ষণিক সোচ্চার বাংলাদেশ পুলিশ। সাতক্ষীরা সীমান্ত এলাকা হওয়ায় এখানে মাদক, জঙ্গি ও মানব পাচারের মত জঘন্য কাজ হয়ে থাকে। তাই এই জঘন্য কাজের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা জেলা পুলিশ। তিনি বলেন, সাতক্ষীরা আর কখনও ২০১৩ সালের মত ঘটনা ঘটবে না। যদি কেউ ওই সালের কথা চিন্তা থাকেন তাহলে সেটা ভুলে যান। আমরা পুলিশ কিন্তু তৎপর। যেকোন অপ্রীতিকর ঘটনা ঘটালে তা কঠোর হাতে দমন করা হবে। তিনি আরও বলেন, সাতক্ষীরায় ৯৫ ভাগ মানুষ সৎ, গুটি কয়েক মানুষের জন্য সাতক্ষীরার নাম খারাপহবে সেটা হতে দেওয়া হবে না। সবশেষে তিনি জঙ্গি, মাদক, মানবপাচার, চোরাচালান ও ইভটিজিং এর বিরুদ্ধে পুলিশসহ সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান এবং যে কোন বিষয় পুলিশকে তথ্যদিয়ে পাশে থাকার আহŸানও জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা, কলারোয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত), বাবুল আক্তার,স্থানীয় ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা, ১২ নং যুগিখালি ইউপি চেয়ারম্যার রবিউল হাসান, জালালাবাদ ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান, গনমাধ্যম কর্মী ও আনসার সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com