বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা শহর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে জেলে বাওয়ালীদের লাইফ জ্যাকেট বিতরণ ও রেসকিউ বোটের উদবোধন খালেদা জিয়ার বিদেশ যাত্রা : রাস্তায় মানুষের ঢল কালিগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্র’র সাথে অনৈতিক কাজের অভিযোগ শ্যামনগরে এসওডির উপর পুনরূজ্জীবিতকরণ রিফ্রেশার্স প্রশিক্ষন অনুষ্ঠিত কেশবপুরের হাসানপুরে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা, সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত আশাশুনি সিএস ও এসএ ম্যাপ অনুযায়ী নদী খননের দাবীতে মানববন্ধন কলারোয়ায় যুবদলের কর্মী সমাবেশ কলারোয়ায় স্কাউটস এর ত্রি—বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত শ্যামনগরে বিদ্যুতের তার জড়িয়ে কৃষকের মৃত্যু

শ্যামনগরে আকস্মিক টর্নেডোয় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, ১ জেলে নিখোঁজ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে\ আকস্মিক টর্নেডোয় লন্ডভন্ড হয়ে গেছে শ্যামনগর উপজেলার কয়েকটি ইউনিয়নের কয়েকটি গ্রাম। গতকাল ২৩ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় হঠাৎ শুরু হওয়া এই টর্নেডোয় উড়ে গেছে কয়েকশত ঘরের চাল ও ধ্বসে গেছে প্রায় শ’খানেক কাঁচা ঘরবাড়ি। ঝড়ে কেউ হতাহত না হলেও পূর্ব কৈখালী গ্রামের রমজান আলীর পুত্র রুহুল কুদ্দুস নামের এক জেলে নিখোঁজ রয়েছে। এছাড়া ক্ষয়ক্ষতির সঠিক পরিমান এখনও জানা যায়নি। আকস্মিক আরম্ভ হওয়া এই টর্নেডো উপজেলার রমজাননগর, কৈখালি ও মুন্সিগঞ্জ ইউনিয়নের কয়েকটি গ্রামের ওপর দিয়ে চলে গেছে। স্থানীয়রা জানিয়েছেন, বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রখর রোদ ছিলো। হঠাৎ করে চারদিক অন্ধকার হয়ে ঝড় আরম্ভ হয়। ঝড়ের তান্ডব এতটাই বেশী ছিলো যে, কাঁচা ও আধাপাকা ঘরবাড়ির দেওয়াল ধ্বসে গেছে। এছাড়া গাছপালা পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন জানিয়েছেন, তার ইউনিয়নের কালিঞ্চী, মধ্যপাড়া, গেটপাড়া, কলোনিপাড়া ও খাসখামার সহ কয়েকটি গ্রামে ৫০টির মত কাঁচা ঘরের দেওয়াল ধ্বসে সেগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া বৃষ্টির সাথে শিলা পড়ে ক্ষেতের ফসলেরও ক্ষতি হয়েছে। মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা জানান, তার ইউনিয়নের টেংরাখালি, পারশেখালী সহ কয়েকটি গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ১৫-২০টি মত ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে। এছাড়া কিছু ঘরবাড়ির আংশিক ক্ষতি হয়েছে। কৈখালি ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, তার ইউনিয়নের বৈশখালি, পশ্চিম কৈখালি ও কাঠামারি এলাকার ৩০টির মতো ঘরবাড়ি ঝড়ে উড়ে গেছে। এছাড়া পূর্ব কৈখালি গ্রামে কমপক্ষে ২৫টি কাঁচা পাকা বাড়ি ধ্বসে পড়েছে। পূর্ব কৈখালি গ্রামের রুহুল কুদ্দুস নামের এক জেলে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। তিনি ঝড়ের সময় নদীতে মাছ ধরছিলেন। আশঙ্কা করা হচ্ছে যে সে ঝড়ের সময় নৌকা ডুবে মারা গেছে। আকর্ষিক টর্নেডোয় ক্ষয়ক্ষতির কথা শোনামাত্রই উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাইদ-উজ-জামান সাইদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ান কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, কোষ্টগার্ড ও নৌ পুলিশকে সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক ত্রাণ সমগ্রীর ব্যবস্থা করেন। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন কালে উপজেলার চেয়ারম্যান এসএম আতাউলক দোলন দৈনিক দৃষ্টিপাতকে জানান, পাঁচ নদীর মোহনা রায়মঙ্গল থেকে আকস্মিক এই টর্নেডো উপজেলার তিনটি ইউনিয়নের কয়েকটি গ্রামের উপর আঘাত আনে। আঘাতে তিন ইউনিয়নের কয়েক শতক কাঁচা ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। নদীতে মাছ ধরার সময় আকস্মিক টর্নেডোয় রুহুল কুদ্দুস নামে এক জেলে নিখোঁজ হয়। উদ্ধার কাজ চলমান রয়েছে। ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ সমগ্রীর ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন জানান, ইতিমধ্যে ঘটনাস্থলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে দিয়ে কিছু ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। আমি নিজেও ঘটনা স্থল পরিদর্শন করেছি। ঝড়ে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এই মুহুর্তে জরিপ করা যায়নি। শুক্রবারে পরিসংখ্যান দেওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com