স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা ভ্যান ভাড়ার টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে যাত্রীকে জখম করে হত্যার ঘটনার আসামীকে আটক করেছে সদর থানা পুলিশ। গত ২২ মার্চ রাতে নীলফামারী জেলার ডোমরা থানার সোনারা থেকে তাকে আটক করা হয়। গতকাল দুপুরে সদর থানার প্রেস ব্রিফিংয়ে অতি: পুলিশ সুপার সদর সার্কেল মীর আছাদুজ্জামান বলেন, গত ১৯ মার্চ রাতে সদরের বলী ইউনিয়নের মোচড়া গ্রামের মনিরুজ্জামান মিন্টুর ভ্যানে উঠেন একই গ্রামের মোমরেজুল ইসলাম নির্দিষ্ট স্থানে যাওয়ার পর মিন্টুর সাথে মোমরেজের ভাড়ার টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চালক মিন্টু যাত্রী মোমরেজকে মারপিট করে জখম করে। স্থানীয়রা তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থা অবনতি হলে মোমরেজ কে খুলনা পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ঐ রাতে তার মৃত্যু হয়। এঘটনায় নিহতের পুত্র নাজমুল হোসেন বাদী হয়ে ভ্যান চালকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। তিনি আরো বলেন মামলা রেকর্ডের পর সদর থানা পুলিশ অভিযানে নামে। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় আসামী মিন্টুকে নীলফামারী জেলা থেকে আটক করা হয়। আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। প্রেস ব্রিফিংয়ে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: নজরুল ইসলাম, পুলিশ পরিদর্শক অপারেশন তারেক ফয়সাল ইবনে আজিজ।