স্টাফ রিপোর্টার ঃ পাকিস্তানী হানাদার বাহিনী চেয়েছিল পূর্ব পাকিস্তান ধ্বংস করতে। তারা পরিকল্পনা করে ১৯৭১ সালে ২৫ মার্চ গভীর রাতে নির্বিচারে এদেশে মানুষের উপর ঝাপিয়ে পড়ে। নৃশংসভাবে হত্যা করে বহু মানুষ। এখানেই শেষ নয় পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে যাওয়ার জন্য যে সকল পরিবার দেশের বিভিন্ন স্থানে গিয়ে আশ্রয় নিয়েছিল। পাকিস্তানী দোসর রাজাকারদের সহায়তায় হানাদার বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে তাদের স্বপরিবারে হত্যা করে। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় পিছনে তার মধ্যে অন্যতম। ২৫ মার্চ গণহত্যা নিহত শহিদের স্মরনে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্মরন করছে। সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও বিভিন্ন ভাবে শহিদদের স্মরন করছে। গতকাল সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন বধ্যভূমিতে শহিদের স্মরনে পুষ্পস্তবক অর্পন করেন। পরে স্কুলের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম), সিভিল সার্জন ডা: মো: সবিজুর রহমান। এসময় আরও বক্তব্য রাখেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারাফ হোসেন মশু, সরকারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ সুভাষ সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতি: জেলা ম্যাজিষ্ট্রেট বিষ্ণপদ পাল, অতি: পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: সজিব খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ-জোহরা, সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান সহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, উচ্চ বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী, ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক গাজী মোমিন উদ্দিন।